Ranji Trophy Rohit Sharma: ভারতের টেস্ট ও ওয়ানডে টিমের অধিনায়ক রোহিত শর্মা প্রায় একদশক পরে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নামলেন। হাইপ্রোফাইল এই প্লেয়ারকে ঘরোয়া ক্রিকেটে যাবতীয় প্রত্যাশা মাঠে মারা গেল! রঞ্জিতেও রান পেলেন না রোহিত। ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ হলেন।
ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ রোহিত
আজ অর্থাত্ বৃহস্পতিবার রঞ্জির মুম্বই বনাম জম্মু-কাশ্মীরের ম্যাচে শুধু রোহিত নন, রান পেলেন না যশস্বী জয়সওয়ালও। বুধবার কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে T20 ম্যাচে দুর্দান্ত খেলেছে ভারত। কিন্তু রঞ্জির টেস্টে দেখা যাচ্ছে, তারকা প্লেয়াররাও ব্যর্থ। মোদ্দা বিষয়, ঘরোয়া ক্রিকেটে রোহিত ও যশস্বী, দুজনেই ফ্লপ হলেন। যশস্বী মাত্র ৪ রান করে এলবিডব্লু। রোহিত ৩ রান করে আউট হলেন। ৯ বছর ৩ মাস পর রঞ্জি খেলতে নেমে রোহিত করলেন ৩ রান। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন মুম্বই ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে।
৩৭ বছর বয়সী রোহিত দীর্ঘদিন ধরেই ফর্মে নেই
৩৭ বছর বয়সী রোহিত দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। সম্প্রতি নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতের হারের পরে তীব্র সমালোচনার মুখে রোহিত, বিরাটরা। রোহিত অস্ট্রেলিয়া সিরিজে ৩টি টেস্টে ৫ ইনিংস খেলে মাত্র ৩১ রান করেছেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি।
ব্যর্থ হয়েছেন শুভমন গিলও
রোহিত, যশস্বীদের মতো হাল শুভমন গিলেরও। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছে পঞ্জাব। ওপেন করেন শুভমন। কিন্তু আট বলের বেশি খেলতে পারেননি তিনি। ৪ রান করে অভিলাস শেট্টির বলে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন।