Advertisement

R Ashwin IPL Retirement: অশ্বিন অবসর নিলেন IPL থেকেও, গণেশ চতুর্থীর দিনেই 'সমাপ্তি'র ঘোষণা

আজ গণেশ চতুর্থীর দিনেই বিশেষ ঘোষণা করলেন অশ্বিন। এ বছর চেন্নাই সুপার কিংস (CSK) ৯.৭৫ কোটি টাকায় কিনেছিল অশ্বিনকে। তাঁর CSK-তে ফেরা একপ্রকার ঘরে ফেরার সামিল ছিল। তবে আশানুরূপ হয়নি। মাত্র নয়টি ম্যাচ খেলেছেন তিনি, পেয়েছেন মাত্র সাতটি উইকেট।

আইপিএল থেকে অবসর নিলেন অশ্বিনআইপিএল থেকে অবসর নিলেন অশ্বিন
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 27 Aug 2025,
  • अपडेटेड 11:24 AM IST
  • গণেশ চতুর্থীতেই সমাপ্তির ঘোষণা
  • ৯.৭৫ কোটি টাকায় কিনেছিল অশ্বিনকে
  • ২০০৯ সালে CSK-র হয়ে আইপিএল-এ ডেবিউ

সকাল সকাল বড় ঘোষণা করলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে অবসর ঘোষণা করলেন। এক্স হ্যান্ডেলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিজেই। অর্থাত্‍, অশ্বিনীকে আর  IPL-এ দেখা যাবে না।

গণেশ চতুর্থীতেই সমাপ্তির ঘোষণা

এক্স হ্যান্ডেলে অশ্বিন লিখেছেন,'বলা হয়, প্রতিটি সমাপ্তির সঙ্গেই আসে এক নতুন সূচনা। আমার আইপিএল ক্রিকেটার হিসেবে সময়টা আজ শেষ হচ্ছে। তবে আজ থেকেই শুরু হচ্ছে খেলাটিকে নতুনভাবে আবিষ্কারের পথচলা, বিভিন্ন লিগে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের অধ্যায়।  এই দীর্ঘ সময়ে পাওয়া অসাধারণ স্মৃতি আর সম্পর্কগুলির জন্য আমি সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা, আমাকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ IPL এবং BCCI-কে। এখন আমি মুখিয়ে আছি সামনে যা আসছে, সেটাকে উপভোগ করার জন্য এবং সর্বোচ্চটা দেওয়ার জন্য।'

৯.৭৫ কোটি টাকায় কিনেছিল অশ্বিনকে

আজ গণেশ চতুর্থীর দিনেই বিশেষ ঘোষণা করলেন অশ্বিন। এ বছর চেন্নাই সুপার কিংস (CSK) ৯.৭৫ কোটি টাকায় কিনেছিল অশ্বিনকে। তাঁর CSK-তে ফেরা একপ্রকার ঘরে ফেরার সামিল ছিল। তবে আশানুরূপ হয়নি। মাত্র নয়টি ম্যাচ খেলেছেন তিনি, পেয়েছেন মাত্র সাতটি উইকেট। চলতি মাসের শুরুতেই শোনা যাচ্ছিল, CSK ও অশ্বিনের সম্পর্ক ছিন্ন হতে পারে। কিন্তু তার আগেই অবসর ঘোষণা করে দিলেন।

২০০৯ সালে CSK-র হয়ে আইপিএল-এ ডেবিউ

৩৮ বছর বয়সি এই অফস্পিনার ২০০৯ সালে CSK-র হয়ে আইপিএল-এ ডেবিউ করেছিলেন। দীর্ঘ কেরিয়ারে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২২১টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন ১৮৭টি উইকেট। ২০১০ ও ২০১১ সালে CSK-র IPL জয়ের ক্ষেত্রে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। ওই দুই মরশুমে যথাক্রমে ১৩ ও ২০ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়াও তিনি পঞ্জাব কিংস (যেখানে তিনি অধিনায়কও ছিলেন), দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement