Advertisement

Hardik Pandya IPL 2024: স্টেডিয়ামে হার্দিককে দেখেই 'বুউউউ' চিত্‍কার, 'কুত্‍‍সিত' বলছেন অশ্বিন

২০২৪ সালের IPL-এর প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে তাঁকে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। হায়দরাবাদ বিরুদ্ধে হেরেও হার্দিককে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য শুনতে হয়।

Hardik Pandya-- PTIHardik Pandya-- PTI
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Apr 2024,
  • अपडेटेड 1:06 PM IST
  • 'মুম্বই ইন্ডিয়ান্সের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত'
  • হার্দিক পান্ডিয়াকে MI ভক্তদের একাংশ টার্গেট করছে
  • ভক্তদের যুদ্ধ যেন কুৎসিত না হয়

মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ককে ট্রোল করার দেওয়ার প্রসঙ্গে রবিচন্দ্রন আশ্বিনের মতে,  ভারতে ফ্যান যুদ্ধ বন্ধ হোক। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ বারের জয়ী অধিনায়ক রোহিত শর্মার বদলে IPL 2024-এ MI-এর অধিনায়কের দায়িত্ব নেন হার্দিক। কিন্তু এই ডান হাতি অল রাউন্ডার তাঁর শুরুর প্রথম দুটো ম্যাচ হারার পর তাঁকে নিয়ে ট্রোল শুরু হয়। 

'মুম্বই ইন্ডিয়ান্সের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত'

২০২৪ সালের IPL-এর প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে তাঁকে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। হায়দরাবাদ বিরুদ্ধে হেরেও হার্দিককে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য শুনতে হয়। অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত।'

হার্দিক পান্ডিয়াকে MI ভক্তদের একাংশ টার্গেট করছে

যখন থেকে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল, তখন থেকেই হার্দিক পান্ডিয়াকে MI ভক্তদের একাংশ টার্গেট করছে। এটি প্রথমে সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু হয়েছিল এবং পরে আমদাবাদে দলের প্রথম ম্যাচের সময় হার্দিক পান্ডিয়াকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছিল। হায়দরাবাদেও হার্দিক পান্ডিয়া ভক্তদের কাছ থেকে সে ধরনের সমর্থন পাননি রোহিত শর্মা। 

রাজস্থান রয়্যালসের এই স্পিনার জানান যে ফ্র্যাঞ্চাইজি বা খেলোয়াড় কেউই দোষী নয়। তাঁর মন্তব্য, 'ভারতে ফ্যান যুদ্ধগুলি কুৎসিত হয়ে উঠছে। এতে কারওরই কোনও ভূমিকা নেই। আমি মনে করি এটা ভক্তদের দায় ও দায়িত্ব। ভক্তদের যুদ্ধ এত কুৎসিত হয়ে উঠছে। এটা খুবই দুঃখজনক যে আমাদের কমেন্ট সেকশনে যেখানে লোকেরা কোহলি এবং ধোনিকে নিয়ে কথা বলছেন। তারা দুজনই কিংবদন্তি। তাঁরা ভারতীয় দলের কিংবদন্তি। আপনি অন্য কোন দেশে দেখেছেন যেখানে জো রুট এবং জ্যাক ক্রাওলির ভক্তরা লড়াই করছে? এটা খুবই দুর্ভাগ্যজনক। স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্সের ভক্তরা কি অস্ট্রেলিয়ায় এইরকম লড়াই করে?'

ভক্তদের যুদ্ধ যেন কুৎসিত না হয়

Advertisement

অশ্বিনের কথায়, 'এটা ক্রিকেট। আমি আবারও বলছি, এটা একটা সম্পূর্ণ সিনেমা সংস্কৃতি। কিন্তু ভক্তদের যুদ্ধ যেন কুৎসিত না হয়। এরা আমাদের নিজেদের দেশের ক্রিকেটার। কেন আপনারা নিজেদের খেলোয়াড়কে নিয়ে ট্রোল করবেন?'

Read more!
Advertisement
Advertisement