Advertisement

Ravichandran Ashwin Retirement: 'এখন কার সঙ্গে আলোচনা করব...', অশ্বিনকে মিস করছেন জাড্ডু

অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের মাঝপথে অবসর নিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দেশেও ফিরে এসেছেন এই অফস্পিনার। ফলে দীর্ঘ এক দশক পর, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং রবিচন্দ্রন অশ্বিনের জুটি ভেঙে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিরিজে আর অশ্বিনের টিপস পাবেন না দলের ক্রিকেটাররা। মন খারাপ জাদেজার।

আর অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 12:24 PM IST

অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের মাঝপথে অবসর নিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দেশেও ফিরে এসেছেন এই অফস্পিনার। ফলে দীর্ঘ এক দশক পর, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং রবিচন্দ্রন অশ্বিনের জুটি ভেঙে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিরিজে আর অশ্বিনের টিপস পাবেন না দলের ক্রিকেটাররা। মন খারাপ জাদেজার।

তাঁরা শুধুই বোলিং পার্টনার নন। ভারতীয় দলকে ব্যাট হাতেও জুটি বেঁধে বহু ম্যাচেই উতরে দিয়েছেন তাঁরা। সম্প্রতি কয়েক মাস আগে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারের বিপর্যয়ের পর অশ্বিন-জাদেজা মিলেই ভারতকে ফের চালকের আসনে বসিয়েছিলেন, না হলে কিউয়ি সিরিজের আগেই লজ্জায় পড়তে হত রোহিত শর্মা দলকে। 

জাদেজা বলেন, ‘রবিচন্দ্রন অশ্বিন আমার অন ফিল্ড মেন্টরের কাজ করত। এত বছর ধরে আমরা বোলিং পার্টনার হিসেবে খেলেছি। পিচ, গ্রাউন্ড , ম্যাচের পরিস্থিতি সব নিয়ে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে স্ট্র্যাটেজি করতাম ব্যাটারদের বিরুদ্ধে। এটা আমি মিস করব’। প্রসঙ্গত দুই ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৫ আইপিএলে খেলতে দেখা যাবে।

ব্যাট হাতে ৬টি শতরানের পাশাপাশি ১৪টি অর্ধশতরানও রয়েছে অশ্বিনের। তাঁর পরিবর্ত হিসেবে আপাতত ওয়াসিংটন সুন্দর খেললেও, রবীন্দ্র জাদেজা কিন্তু বুঝিয়ে দিয়েছেন দলে কারোর জায়গাই স্থায়ী নয়। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, অশ্বিনের জায়গা নেওয়ার জন্য নতুন ক্রিকেটারদের সামনে সুযোগ রয়েছে। তাঁদেরকেও এরকম পারফরমেন্স দিয়ে দলে জায়গা করে নিতে হবে। অর্থাৎ সুন্দরই যে অশ্বিনের টেস্টে বিকল্প, তা হয়ত মানলেন না জাড্ডু।

বল হাতে অশ্বিন এবং জাদেজা বিরল নজির গড়েছেন টেস্টে। টপকে গিয়েছেন কুম্বলে-হরভজন জুটিকেও। টেস্টে ৫৮ ম্যাচে অশ্বিন-জাদেজা জুটি নিয়েছে ৫৮৭ উইকেট। এর আগে হরভজন সিং এবং অনিল কুম্বলের নজির ছিল জুটিতে ৫০১টি উইকেট তোলার। এতদিন একসঙ্গে খেললেও জাদেজাকে নাকি অশ্বিন বিন্দুমাত্র টের পেতে দেননি, ব্রিসবেনেই তিনি অবসর ঘোষণা করবেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement