হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা নয়। চেন্নাইয়ের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথাই ফের একবার মনে করিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর এই বক্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। বক্তৃতার সময়, অশ্বিন বলেন, 'হিন্দি জাতীয় ভাষা নয়। সরকারি ভাষা।'
কী ঘটেছিল?
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মেডেল ও ডিগ্রি দেন অশ্বিন। এরপরেই বক্তৃতা দিতে উঠে ছাত্রদের জিজ্ঞাসা করেন, কোন ভাষায় কথা বললে, ছাত্র-ছাত্রীদের বুঝতে সুবিধা হবে? ইংরেজি না তামিল? তখন ছাত্রদের ভিড় থেকে কেউ একজন তাঁকে হিন্দিতে কথা বলতে বললেই আশ্বিন বলেন, 'আমি বলতে চাইছি হিন্দি তো জাতীয় ভাষা নয়, বরং সরকারি ভাষাগুলির মধ্যে একটি। সুতরাং তামিল বা ইংরেজিতে কথা বলা উচিত!'
ভাইরাল অশ্বিনের বক্তব্য
প্রাক্তন ক্রিকেটারের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। তবে অনেকেই ক্রিকেটারের ভারতে ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরার জন্য প্রশংসা করেছেন। এই অনুষ্ঠানে অশ্বিন ছাত্রজীবনের নানা গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন। পাশাপাশি তাঁর ক্রিকেট কেরিয়ারের নানা চ্যালেঞ্জের বিষয়েও কথা বলেছেন।
বারবার বিতর্কে জড়িয়েছেন অশ্বিন
ভারতীয় দলের হয়ে খেলার সময় হোক, বা আইপিএল-এ রান আউট বিতর্ক সব ক্ষেত্রেই বিতর্কে জড়িয়েছেন অশ্বিন। এমনকি তাঁর অবসরের সময় নিয়েও আলোচনা কম হয়নি। শুধু ভাষা বিতর্ক নয়, অধিনায়কত্ব নিয়েও উত্তর দিয়েছেন অশ্বিন। বলেন, 'আমায় যখন কেউ বলে, এটা তুমি পারবে না, তখনই আমি জেগে উঠি তাকে ভুল প্রমাণ করার জন্য। তবে যদি কেউ বলে আমি পারব, তখন আবার আমার উৎসাহ হারিয়ে ফেলি।'
অশ্বিনের কেরিয়ার
রবিচন্দ্রন অশ্বিন তিনটি ফরম্যাট মিলিয়ে ৭৬৫ টি আন্তর্জাতিক উইকেট নিয়েছিলেন। তাঁকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। অশ্বিন ভারতের হয়ে ১১৬ টি ওডিআই খেলে ১৫৬ টি উইকেট নিয়েছিলেন। পাশাপাশি টেস্টে ১০৬ ম্যাচে ৫৩৭ টি উইকেট নিয়েছেন। টি২০ ক্রিকেটে ৬৫ ম্যাচে ৭২টি উইকেট পেয়েছেন অশ্বিন। আইপিএল-এ ২১২ ম্যাচে ১৮০ উইকেট পেয়েছেন ভারতের এই স্পিনার। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে করেছেন ৬টি সেঞ্চুরিও।