Advertisement

Ravichandran Ashwin: IPL ছাড়া পরেই বড় সিদ্ধান্ত, এই টুর্নামেন্টে খেলবেন অশ্বিন?

আন্তর্জাতিক ক্রিকেটের পর, আইপিএল থেকেও অবসর নিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তাঁর গন্তব্য, ইংল্যান্ড। পরের মরসুমে ১০০ বলে টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলতে পারেন বলে সূত্রের খবর। বিসিসিআই-এর নিয়ম মেনেই তিনি ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে কোন দলের হয়ে তিনি খেলবেন তা এখনও স্পষ্ট নয়।

আর অশ্বিনআর অশ্বিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 6:25 PM IST

আন্তর্জাতিক ক্রিকেটের পর, আইপিএল থেকেও অবসর নিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তাঁর গন্তব্য, ইংল্যান্ড। পরের মরসুমে ১০০ বলে টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলতে পারেন বলে সূত্রের খবর। বিসিসিআই-এর নিয়ম মেনেই তিনি ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে কোন দলের হয়ে তিনি খেলবেন তা এখনও স্পষ্ট নয়।

কী নিয়ম রয়েছে বিসিসিআই-এর? 
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর নির্ধারিত নিয়ম অনুসারে, একজন ভারতীয় খেলোয়াড় বিদেশী লিগে অংশগ্রহণ করতে পারবেন না। যদি একজন ক্রিকেটার বিদেশী লিগে খেলতে চান, তাহলে তাঁকে সমস্ত ধরণের ভারতীয় ক্রিকেট থেকে আগে অবসর নিতে হবে। ৯.৭৫ কোটি টাকার চুক্তি থাকা সত্ত্বেও, অশ্বিন আইপিএল-ের দল চেন্নাই সুপার কিংস থেকে সরে এসে একটি নতুন পথ বেছে নিচ্ছেন।

দ্য হান্ড্রেড খেলতে চান অশ্বিন
ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি না খেললেও, নিয়মিত খেলেছেন টেস্ট ক্রিকেটে। তবে গত কয়েকবছর সুযোগ না পাওয়ায়, অবসর নিয়ে নেন। দ্য টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, অশ্বিন নিজে হান্ড্রেডে খেলতে চান। তাঁকে নিতে আগ্রহী মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজি। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডে শেয়ার কিনেছে। কিন্তু দ্য হান্ড্রেডে কোনও ভারতীয় প্লেয়ার না খেলায় জনপ্রিয়তা বারবার ধাক্কা খাচ্ছে। ফলে এর মধ্যে অশ্বিন যোগ দিলে কিছুটা হলেও লাভবান হবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্ট। 

আইপিএল-এর বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় জায়গায় নিজেদের তুলে আনতে মরিয়া হান্ড্রেড। আর সেক্ষেত্রে ভারতীয় স্পিনারের এই সিদ্ধান্ত দারুণ কাজে দেবে বলে মনে করা হচ্ছে। অশ্বিনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পর্ক ভালো। তাই তিনি খেললে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বড় সুবিধা পাওয়া যাবে। 

কেন আইপিএল থেকে অবসর নিলেন অশ্বিন?
শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের সঙ্গে বিরোধের জেরেই আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন অশ্বিন। ২০২৫ সালের IPL-এর সময়ে অশ্বিন টুর্নামেন্ট চলাকালীন একটা ইউটিউব ভিডিওতে দলের পরিকল্পনার কথা ফাঁস করে দেন। এই ঘটনা নজর এড়ায়নি চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টের। অশ্বিনকে তাঁরা নির্দেশ দেন, দলের অভ্যন্তরিন ব্যাপারে বাইরে কিছু প্রকাশ না করতে। সেই সময় এই সমস্যা মিটে গেলেও, অপারেশন সিঁদুরের পর নিয়ম ভেঙে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে সিএসকে। এমনটা অশ্বিন তাঁর নিজের ইউটিউব চ্যানেলে জানাতেই আবার শুরু হয় সমস্যা। এরপরেই সিদ্ধান্ত নেন অশ্বিন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement