Advertisement

Ravindra Jadeja: দুর্ধর্ষ বোলিং, রেকর্ডে ধোনিকে ছুঁয়ে ফেললেন জাদেজা

সোমবার আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' রবীন্দ্র জাদেজা। জাদেজা দুর্দান্ত বোলিং করেন এবং ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন, পাশাপাশি তিনি ২টি ক্যাচও নেন।

এবার ধোনিকেও ছুঁয়ে ফেললেন স্যার জাদেজাএবার ধোনিকেও ছুঁয়ে ফেললেন স্যার জাদেজা
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 09 Apr 2024,
  • अपडेटेड 10:53 AM IST
  • কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস
  • এই ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' রবীন্দ্র জাদেজা

সোমবার আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' রবীন্দ্র জাদেজা। জাদেজা দুর্দান্ত বোলিং করেন এবং ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন, পাশাপাশি তিনি ২টি ক্যাচও নেন। জাদেজাই কলকাতার ঝোড়ো রান রেট রুখে দেন। এদিকে, আইপিএলে ধোনিকে ছুঁয়ে ফেললেন জাদেজা। তিনি আইপিএলে সিএসকে-র হয়ে ১৫তম বারের জন্য 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' পুরস্কার জিতেছেন। ধোনিও ১৫টি আইপিএল প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। তাই আগামীদিনে ধোনিকে পেছনে ফেলে দিতে পারেন জাদেজা।

এদিকে, সোমবারের ম্যাচ জিতে চিপকের মাঠে আবারও আধিপত্য ধরে রাখল চেন্নাই। চিপকে KKR-এর বিরুদ্ধে ১১টি আইপিএল ম্যাচের মধ্যে ৮টি জিতেছে CSK। সোমবার কেকেআরের ১৩৮ রানের টার্গেটের জবাবে চেন্নাই সুপার কিংস মাত্র ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ম্যাচে অধিনায়ক রুতুরাজ গায়োয়াড় ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। শিবম দুবে ২৮, ড্যারিল মিচেল ২৫ ও রাচিন রবীন্দ্র ১৫ রান করেন। কেকেআরের হয়ে বৈভব অরোরা ২ উইকেট এবং সুনীল নারাইন নেন ১ উইকেট।

চেন্নাই এই মশুমে এখনও পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে এবং ২টিতে হেরেছে। অন্যদিকে, শ্রেয়সের অধিনায়কত্বে এই মরশুমে প্রথম হারের স্বাদ পেল কেকেআর। ম্যাচে কলকাতা দলের শুরুটা ছিল খুবই খারাপ। ম্যাচের প্রথম বলেই ফিল সল্টের উইকেট হারায় কেকেআর। এর পর দল কিছুটা শান্ত হলেও মিডল অর্ডার বিপর্যস্ত হয়ে পড়ে। ক্রমাগত উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রান করতে পারে। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৪, সুনীল নারাইন ২৭ ও আংক্রিশ রঘুবংশী ২৪ রান করেন। এরা ছাড়া আর কোনও ব্যাটসম্যানই রান করতে পারেননি। চেন্নাই দলের হয়ে স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ১৮ রানে এবং ফাস্ট বোলার তুষার দেশপান্ডে ৩৩ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। যেখানে মুস্তাফিজুর রহমান ২টি এবং মহিষ তিক্ষিনা ১টি উইকেট নেন।

Advertisement

আরও পড়ুন

IPL এ CSK-এর জন্য সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার

  • এমএস ধোনি ১৫
  • রবীন্দ্র জাদেজা ১২
  • সুরেশ রায়না ১০
  • ঋতুরাজ গায়কোয়াড ১০
  • মাইক হাসি ১০

Read more!
Advertisement
Advertisement