Advertisement

Ravindra Jadeja: অবসর নিচ্ছেন জাদেজাও? ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জোর জল্পনা

টেস্টে ভারতের খারাপ ফর্ম অব্যহত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর, অস্ট্রেলিয়াতে গিয়েও সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে (Team India)। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দল ঘোষণা করে দেবে টিম ইন্ডিয়া। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এক রিপোর্টে দাবি করা হয়েছে, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভিন্ন ফরম্যাটের ভবিষ্যৎ ও নির্ভর  করছে এই বৈঠকের উপর।  এর মধ্যেই টিম ইন্ডিয়ার অলরাউন্ডারের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রবীন্দ্র আদেজাকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে 21 ডিসেম্বর, 2024-এ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের পুরুষদের টেস্ট স্কোয়াডের প্রশিক্ষণের সময় দেখা যায়। রবীন্দ্র আদেজাকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে 21 ডিসেম্বর, 2024-এ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের পুরুষদের টেস্ট স্কোয়াডের প্রশিক্ষণের সময় দেখা যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2025,
  • अपडेटेड 11:04 AM IST

টেস্টে ভারতের খারাপ ফর্ম অব্যহত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর, অস্ট্রেলিয়াতে গিয়েও সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে (Team India)। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দল ঘোষণা করে দেবে টিম ইন্ডিয়া। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এক রিপোর্টে দাবি করা হয়েছে, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভিন্ন ফরম্যাটের ভবিষ্যৎ ও নির্ভর  করছে এই বৈঠকের উপর।  এর মধ্যেই টিম ইন্ডিয়ার অলরাউন্ডারের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কী পোস্ট করেছেন জাদেজা?
জাদেজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের টেস্ট জার্সির ছবি দিয়েছেন। এই ছবি দেখেই সমর্থকরা মনে করছেন, হয়ত রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো জাদেজাও অবসর নিয়ে নিতে পারেন। সাম্প্রতিক কালে রবীন্দ্র জাদেজার ফর্ম যথেষ্ট চিন্তার বিষয় ছিল। শেষ ২ বছরে ওডিআই ক্রিকেটে ব্যাট হাতে খুব বেশি দাগ কাটতে পারেননি তিনি।  টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসরের কথা ঘোষণা করেছিলেন।

রিপোর্টে বলা হয়েছে, ‘টেস্ট ক্রিকেটেও সে খুব বেশি কিছু করে দেখাতে পারেনি। যদিও তার বোলিং ঠিকঠাক ছিল। তবে তার থেকে সরে আসার ভাবনা রয়েছে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে। হয়তো কিছু সময়ের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’ এই মুহূর্তে জাদেজার জায়গায় দলে সুযোগ পাওয়ার প্রবল দাবিদার অক্ষর প্যাটেল। তিনি সম্প্রতি ভালো পারফরম্যান্স করেছেন। জাদেজার উত্তরসূরি হিসেবেই যেন গড়ে উঠেছেন তিনি। দৌড়ে ওয়াশিংটন সুন্দরও রয়েছে।  

জাদেজার পোস্ট

শুধু তাই নয়, কুলদীপ যাদবের চোটের উপরে নজর রেখেছে BCCI। তারা আশা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। রিপোর্টে বলা হয়েছে, ‘টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে হয়তো এখনও জাদেজার নাম ভাবা হতে পারে। কারণ, মিডিল অর্ডারে এই মুহূর্তে সেই অর্থে অভিজ্ঞ ক্রিকেটার না থাকা। কিন্তু হোম সিজনের সময় নির্বাচকদের একটা সিদ্ধান্ত নিতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে দুবাইয়ে ধীর গতির বোলাররা বাড়তি সুবিধা পাবে।’  

Advertisement
Read more!
Advertisement
Advertisement