Advertisement

Ravindra Jadeja: বোর্ডের নির্দেশ অমান্য জাদেজার, তবুও কেন শাস্তি পাচ্ছেন না অলরাউন্ডার?

অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ হারের পরেই, বিসিসিআই বেশকিছু নিয়ম চালু করেছিল। তবে সে নিয়ম মানলেন না রবীন্দ্র জাদেজা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, মাঠে আসার সময় এক বাসে সবাইকে আসতে হবে। তবে সে নিয়ম মানেননি ভারতের অলরাউন্ডার। নিয়ম ভাঙলেও, শাস্তি হচ্ছে না জাদেজার।

Aajtak Bangla
  • এজবাস্টন,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 12:57 PM IST

অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ হারের পরেই, বিসিসিআই বেশকিছু নিয়ম চালু করেছিল। তবে সে নিয়ম মানলেন না রবীন্দ্র জাদেজা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, মাঠে আসার সময় এক বাসে সবাইকে আসতে হবে। তবে সে নিয়ম মানেননি ভারতের অলরাউন্ডার। নিয়ম ভাঙলেও, শাস্তি হচ্ছে না জাদেজার।

কেন শাস্তি থেকে বাঁচলেন জাদেজা?
এজবাস্টনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামার আগে রবীন্দ্র জাদেজা একাই আগে চলে এসেছিলেন মাঠে। কারণ তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেন, যাতে নতুন বলে ইংল্যান্ডের পেসারদের বিরুদ্ধে তিনি তৈরি থাকতে পারেন। দিনের শেষে জাদেজা সেটাই করে দেখিয়েছেন যেটা দলের জন্য সব থেকে দরকারি ছিল। যেহেতু টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, অনুমতি নিয়েই তিনি এই কাজ করেছেন, তাই বাঁহাতি তারকাকে ছাড় দেওয়া হচ্ছে।

কী বললেন জাদেজা
দ্বিতীয় দিনের ম্যাচ শেষে জাদেজা বলেন, ‘আমার মনে হয়েছিল যে আমার আগে একটু ব্যাটিং করে নেওয়া উচিত কারণ বল তখনও নতুন ছিল। আমার মনে হয়েছিল যদি একটু নতুন বল খেলে নেওয়া যায় তাহলে বাকি ইনিংস খেলতে সুবিধা হবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত খেলার পর ওয়াশিংটন এসেও ভাল সেট হয়ে যায় গিলের সঙ্গে। ইংল্যান্ডের উইকেটে যত বেশি বল খেলা যায় ততই ভালো, তবে এখানে সেট হওয়া যায় না। কারণ ইংল্যান্ডের যেমন পরিবেশ, পিচ, তাতে বল যখন তখন সুইং হয়।'

জাদেজা আরও বলেন, ‘দলকে যখন ব্যাট হাতে ভাল কিছু করতে পারি তখন ভালো লাগে, আর বিশেষ করে বিদেশের মাটিতে দলের আরও বেশি করে দরকার এগুলো, তাই ভাল লাগছে খুব। ৫ উইকেটে ২১০ রান থেকে এত বড় পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভালই লাগছে। এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, আমি সেই চ্যালেঞ্জ গ্রহণও করি। এই ধরণের চ্যালেঞ্জই পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস এনে দেয়।'  

Advertisement

Read more!
Advertisement
Advertisement