
ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ এবার নতুন ভূমিকায়। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই তিনি যোগ দিলেন বাংলা পুলিশের সহকারী কমিশনার পদে।
বুধবার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে খাকি পোশাকে দায়িত্ব গ্রহণ করেন ২২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। সূত্র অনুযায়ী, তাঁকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হিসেবে নিয়োগ দেওয়া হবে। যদিও তার অফিসিয়াল পদ মর্যাদা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)।
মহিলা বিশ্বকাপের ফাইনালে ২৪ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে ম্যাচের মোড় ঘোরাতে বড় ভূমিকা নেন রিচা। মাঠের সেই দৃপ্ত ভঙ্গিমা নিয়েই এবার তিনি পা রাখলেন আইন-শৃঙ্খলার দায়িত্বে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন করেই তিনি রাজ্য বাহিনীতে যোগ দিচ্ছেন।
বাংলা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে রিচার সঙ্গে করমর্দনের ছবি শেয়ার করে লিখেছে, 'রিচা ঘোষ রাজ্য পুলিশে ডিএসপি হিসেবে যোগদান করলেন।'
পোস্টে আরও বলা হয়, 'মহিলা ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ আজ রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে যোগ দিলেন। তাকে শিলিগুড়ি কমিশনারেটে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।'