আইএসএল (ISL), এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) ব্যর্থতার ধাক্কা কাটিয়ে আবার অনুশীলনে নামল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে সেই অনুশীলনে সবাই এলেও দেখা নেই রিচার্ড সেলিসের (Richard Celis)। কী হল তাঁর? সুপার কাপের (Super Cup) আগে কি সমস্যায় পড়তে হবে লাল-হলুদকে? গতবার এই ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ। এবার কি সেলিসকে ছাড়া নামবে তারা?
কেন অনুশীলনে নেই সেলিস?
এমনিতেই তাঁর পারফরমেন্স থেকে শুরু করে শৃঙ্খলা সব নিয়েই অসন্তোষ দলের অন্দরে। তারপর প্রথম দিন অনুশীলনে তাঁকে দেখতে না পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তবে সূত্রের খবর, বিমান মিস করায় তিনি প্রথম দিন অনুশীলনে থাকতে পারেননি। তবে ইস্টবেঙ্গল শিবিরের দাবি শনিবার তিনি অনুশীলনে যোগ দেবেন।
স্বস্তিতে লাল-হলুদ
দীর্ঘদিন চোটের কবলে থাকা দুই ফুটবলার ফিরলেন অনুশীলনে। আনোয়ার আলি এবং নন্দকুমার এদিন গোটা দলের সঙ্গে অনুশীলন করলেন। প্রথমে ফিটনেস অনুশীলন, দৌড় এবং পরে ছোট ছোট পাস। ইউকোলের প্রথম দিনের অনুশীলনে এটাই নির্যাস। এই দুই ফুটবলার দলে যোগ দিলে লাল-হলুদের শক্তি যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার থেকে শুরু হল ইস্টবেঙ্গল অনুশীলন। এদিন সন্ধ্যায় রাজারহাটের মাঠে রিচার্ড সেলিস ছাড়া উপস্থিত ছিলেন সব ফুটবলার। প্রত্যেক ফুটবলের কাছে অস্কারের কড়া বার্তা ছিল, প্রথম দিন অনুশীলনে থাকতেই হবে। তারপরও কেন নেই রিচার্ড?
খেতাব ধরে রাখার লড়াইয়ে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল কোচ অস্কার অনুশীলনের পর জানালেন, 'আমরা এই প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন। তাই অবশ্যই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। অক্টোবরের শেষ থেকে আইএসএলে আমরা যথেষ্ট ভাল পারফর্ম করেছি। টেবিলের অবস্থান তা প্রমাণ না করলেও, আমরা শেষের দিকে যথেষ্ট লড়াই করেছি। ফুটবলারদের পারফরমেন্সে আমি খুশি। সুপার কাপের আগে দু'সপ্তাহ সময় পাব। আশা করছি ভাল কিছু হবে।'