Advertisement

Rishabh Pant :'জয়ের খিদেই আসল', ওভালে জয়ের পর আবেগঘন বার্তা পন্তের

পায়ের পাতায় চিড় নিয়ে চতুর্থ টেস্টে ব্যাটিং করে তাক লাগিয়ে দিয়েছিলেন ঋষভ পন্ত। তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছিল ক্রিকেট বিশ্ব। ওভালে পঞ্চম টেস্ট খেলতে পারেননি। তবে টিম ইন্ডিয়ার অসাধারণ প্রত্যাবর্তন ও সিরিজ ড্র করার পর যেন আবেগ বাঁধ মানল না ঋষভের।

Rishabh PantRishabh Pant
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 7:16 PM IST
  • পায়ের পাতায় চিড় নিয়ে চতুর্থ টেস্টে ব্যাটিং করে তাক লাগিয়ে দিয়েছিলেন ঋষভ পন্ত
  • তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছিল ক্রিকেট বিশ্ব

পায়ের পাতায় চিড় নিয়ে চতুর্থ টেস্টে ব্যাটিং করে তাক লাগিয়ে দিয়েছিলেন ঋষভ পন্ত। তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছিল ক্রিকেট বিশ্ব। ওভালে পঞ্চম টেস্ট খেলতে পারেননি। তবে টিম ইন্ডিয়ার অসাধারণ প্রত্যাবর্তন ও সিরিজ ড্র করার পর যেন আবেগ বাঁধ মানল না ঋষভের। দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন উইকেট কিপার-ব্যাটার। বললেন, এই টিমের জয়ের খিদে খুব। এই দলই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।  

ওভালে ডু অর ডাই ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। দ্বিতীয়  ইনিংসে ইংল্যান্ডকে ৩৭২ রানের টার্গেট দেন গিলরা। তার উত্তরে ভালো শুরু করেন ব্রুকরা। তিনি ও রুট সেঞ্চুরি করেন। অত রান তাড়া করতে নেমেও ওভালের মতো পিচে অসুবিধে হয়নি ইংরেজ ব্যাটারদের। কার্যত নিশ্চিত হয়ে যায় ম্যাচ জিততে চলেছেন তাঁরা। তবে আলো কম থাকার কারণে রবিবার নির্ধারিত সময়ের আগেই খেলা সাসপেন্ড হয়ে যায়। সোমবার হাতে ৪ উইকেট নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। সিরিজ পকেটে পুরতে দরকার ছিল মাত্র ৩৫ রান। রবিবার থেকেই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলতে শুরু করেছিলেন, ইংল্যান্ডের জেতা সময়ের অপেক্ষা মাত্র। যদিও সুনীল গাভাসকার বা দীনেশ কার্তিকের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা গিলদের নিয়ে আশাবাদী ছিলেন। আর তাই হল সোমবার সকালে। মাত্র ৩৫ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারালেন স্টোকসরা। ৬ রানে ম্যাচ জিতে নেন সিরাজ-প্রসিদ্ধরা। 

রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হওয়ার পর ট্যুইটের বন্যা শুরু হয়। প্রাক্তন ক্রিকেটাররা বলতে থাকেন, এই সিরিজ মানুষের মনে থেকে যাবে বহুকাল। তুলনামূলক নয়া টিম নিয়ে গিল-রাহুলরা যে লড়াই দিলেন তা সহজে ভোলা যাবে না। মনে গেঁথে থাকবে। তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আগেবঘন বার্তা লেখেন ঋষভ। খেলা চলাকালীন একাধিক খেলোয়াড় চোট পেয়েছেন, তাঁদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন সাপোর্ট স্টাফরা, সেই সব প্রফেশনালদের ধন্যবাদ জানাতে ভোলেননি পন্ত।  

ঋষভ লেখেন, 'ইংল্যান্ড ট্যুর আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিল। কিন্তু ফিরিয়ে দিয়েছে আরও  বেশি। এই দলটি যেভাবে উঠে দাঁড়িয়েছে, শিখেছে আবার লড়াই করেছে সেটা গর্ব করার মতো। দেশের হয়ে খেলার থেকে বড় কিছু হয় না। আমাদের সাপোর্ট স্টাফ ও ফ্যানদের ধন্যবাদ। তাঁরা সব সময় পাশে থেকেছেন। এই দলটির মধ্যে জেতার খিদে আছে। আমরা ঐক্যবদ্ধ। দেশকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে।' 

Advertisement

শুধু লেখেননি। সোশ্যাল মিডিয়ায় ছবিও দিয়েছেন ঋষভ। সেখানে তাঁকে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার সঙ্গে। কখনও সতীর্থর ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে, কখনও ব্যাট করতে নামতে। সব শেষের ছবিটি তাঁর চোট পাওয়া পায়ের। এই ছবিগুলো দিয়ে ঋষভ যেন বলতে চেয়েছেন, তিনি এই ম্যাচটি মাঠে নেমে না খেললেও দলের সঙ্গে মানসিকভাবে ছিলেন। 

এদিকে ঋষভের এই পোস্টে কমেন্টও করেছেন নেটিজেনরা। কেউ টিম ইন্ডিয়ার দলগত পারফরমেন্সের প্রশংসা করেছেন, কেউ সিরাজের। তবে সবাই যেটা বলতে ভোলেননি, 'ঋষভ আপনি সুস্থ হয়ে উঠুন। দ্রুত মাঠে ফিরুন। আমরা আপনাকে উইকেটের পিছনে গ্লাভস হাতে ও ব্যাট হাতে দেখতে চাই।' ঋষভ হয়তো মাঠে নামবেনও দ্রুত। এই টেস্টে খেলতে পারলেন না ঠিকই তবে গত ৪ ম্যাচে তাঁর অবদান তো কম নেই!  


 
Read more!
Advertisement
Advertisement