Advertisement

India vs England: কিপিং করতে পারবেন পন্ত? টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনকে নিয়ে বড় আপডেট

সামনেই ম্যানচেস্টারে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে ট্রেনে শনিবার লন্ডন থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় দল। জানা যাচ্ছে স্থানীয় সময় দুপুর তিনটে নাগাদ গন্তব্যে পৌঁছেছেন শুভমন গিল, কেএল রাহুলরা।

এই ফ্রেমে ভারতের ঋষভ পন্তএই ফ্রেমে ভারতের ঋষভ পন্ত
Aajtak Bangla
  • ওল্ড ট্রাফোর্ড,
  • 20 Jul 2025,
  • अपडेटेड 9:32 AM IST

সামনেই ম্যানচেস্টারে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে ট্রেনে শনিবার লন্ডন থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় দল। জানা যাচ্ছে স্থানীয় সময় দুপুর তিনটে নাগাদ গন্তব্যে পৌঁছেছেন শুভমন গিল, কেএল রাহুলরা। তবে এই টেস্টের আগে সবচেয়ে বড় খবর, সুস্থ হয়ে উঠেছেন ঋষভ পন্ত। ব্যাটিং করার পাশাপাশি তিনি কিপিংও করবেন। প্রসঙ্গত এর আগে লিডস টেস্টের সময়ও ট্রেনেই যাত্রা করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। 

রবিবার ম্যানচেস্টারে ভারতের একটি ঐচ্ছিক অনুশীলন রয়েছে। তাই স্বাভাবিকভাবেই সব ক্রিকেটাররা ওই অনুশীলনে নাও থাকতে পারেন। সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানে কিছু জুনিয়র ক্রিকেটারদের পাশাপাশি, সাই সুদর্শন এবং ঋষভ পন্থের হাজির থাকার কথা রয়েছে। তবে ভারতীয় সমর্থকদের জন্য সবথেকে ভাল খবর হল, পন্থ এখন পুরোপুরি ফিট এবং ওল্ড ট্রাফোর্ডে তাঁর উইকেট কিপিং করা নিয়ে আর কোনও সংশয় নেই। রবিবার তাঁকে অনুশীলনে ফিল্ডিং ড্রিল করতে দেখা যেতে পারে।

এছাড়াও জানা যাচ্ছে দলের তারকা জোরে বোলার জসপ্রীত বুমরাহর ম্যানচেস্টার টেস্ট খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তাঁকে খেলানোর জন্য টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বাড়তি রিকভারি সেশনেরও ব্যবস্থা করা হয়েছিল। যদিও রবিবার বুমরার অনুশীলনে আসার সম্ভাবনা নেই বললেই চলে। 

তবে ২১ তারিখ দলের যে মূল অনুশীলন হবে, সেখানে সম্ভবত তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি এই টেস্টে করুণ নায়ার খেলবেন কিনা সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যানচেস্টারের পরিবেশ দেখে, তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রে স্পোর্টজের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, টেস্ট ম্যাচ চলাকালীন ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত এর আগে ভারত এখানে নয়টি টেস্ট ম্যাচ খেলে পাঁচটিতে ড্র করেছিল। চারটি ম্যাচে হারতে হয় তাদের। তাই বলাই যায় ওল্ড ট্রাফোর্ডে ভারতের ট্র্যাক রেকর্ড খুব একটা ভাল নয়। তাই অবশ্যই এই মাঠে নিজেদের প্রথম জয় তুলে নিতে চাইবে শুভমন গিলের ভারত।

Advertisement
Read more!
Advertisement
Advertisement