Advertisement

India VS England Test Series: টেস্ট থেকে অবসর ঘোষণা রোহিতের, ওয়ানডে কি খেলবেন?

টি২০-র পর টেস্ট থেকেও অবসর নিয়ে নিলেন রোহিত শর্মা। আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজে দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলার মধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি। 

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 May 2025,
  • अपडेटेड 8:17 PM IST

টি২০-র পর টেস্ট থেকেও অবসর নিয়ে নিলেন রোহিত শর্মা। আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজে দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলার মধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি। 

দুই সপ্তাহের মধ্যে দল ঘোষণা

দুই সপ্তাহের মধ্যেই দল ঘোষণা করবে বিসিসিআই। আইপিএল ফাইনালের আগেই প্রধান সিলেক্টর অজিত আগারকর ও অন্য সিলেক্টররা বসে এ ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে পারেন বলে শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে তাঁকে ক্যাপ্টেন রাখা হবে কিনা তা নিয়েও জল্পনা চলছিল। এর মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানানোয় সিলেক্টরদের কাজটা অনেকটাই সহজ হল বলে মনে করা হচ্ছে। 

টেস্টে রোহিতের কেরিয়ার

রোহিত তাঁর কেরিয়ারে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। রোহিত ১১৬ ইনিংসে ৪৩০২ রান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২১২ রান। রোহিত তার টেস্ট ক্যারিয়ারে ১৮টি অর্ধশতরান, ১২টি শতরান এবং একটি ডাবল সেঞ্চুরি করেছেন। রোহিত তাঁর কেরিয়ারের প্রথম টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন।

রোহিত শর্মার পোস্ট

টেস্ট ক্রিকেটে ছন্দে নেই ভারত

ভারতীয় দল সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও লাল বলের ক্রিকেটে বারবার হারতে হয়েছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর দু’টি টেস্ট সিরিজ় হেরেছে ভারত। পরপর দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেও, এবারে ফাইনালেই পৌঁছতে পারেনি রোহিত শর্মার দল। পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ইংল্যান্ড সফর থেকেই। এ বার কোনও ঝুঁকি নিতে রাজি নয় ভারত। সেই কারণেই রোহিত ও বিরাটকে বাদ দিয়েই শুরু করতে পারে টিম ইন্ডিয়া মন গুঞ্জন শোনা যাচ্ছে। 

গৌতম গম্ভীরের মন্তব্য 

সিনিয়র ক্রিকেটারদের অবসরের বয়স নিয়েও মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এক সাক্ষাতকারে তিনি জানিয়ে দিয়েচেন তাঁর মত। এরপর সে কারণেই রোহিত এবং কোহলিকে জল্পনা আরও বেড়ছে। কারণ দু’জনেরই টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম খুব ভাল তা বলা যাবে না। কোচ গৌতম গম্ভীরও স্পষ্ট বলে দিয়েছেন, পারফরম্যান্স না করতে পারলে দলে টিকে থাকা কঠিন।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 'যত দিন ওরা ভাল খেলছে, তত দিন দলের থাকবে। আপনি কোথায় শুরু করবেন এবং কোথায় শেষ করবেন সেটা আপনার ব্যাপার। কোনও কোচ, নির্বাচক, বোর্ডকর্তা আপনাকে বলতে পারে না যে কখন খেলা ছাড়তে হবে। যদি ভাল খেলতে পারেন তা হলে ৪০ কেন, ৪৫ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন।' 

Read more!
Advertisement
Advertisement