Advertisement

Rohit Sharma: হরমনপ্রীতদের জয় দেখে চোখে জল রোহিতের? VIRAL VIDEO

মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখে চোখে জল রোহিত শর্মার। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। গোটা ম্যাচ বসে দেখেছেন গ্যালারিতে। মাঝেমধ্যে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছিল তাঁর মুখ। আর তখনই গ্যালারি জুড়ে চিৎকার। সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শা ও স্ত্রী রিতিকা সাজদেও। 

ভারতের মেয়েদের জয়ে কান্না রোহিতেরভারতের মেয়েদের জয়ে কান্না রোহিতের
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 1:21 PM IST

মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখে চোখে জল রোহিত শর্মার। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। গোটা ম্যাচ বসে দেখেছেন গ্যালারিতে। মাঝেমধ্যে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছিল তাঁর মুখ। আর তখনই গ্যালারি জুড়ে চিৎকার। সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শা ও স্ত্রী রিতিকা সাজদেও। 

হরমনপ্রীতের ক্যাচে ভারত ম্যাচ জেতার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি রোহিত। উপরের দিকে তাকিয়ে ছলছল চোখে হাততালি বলে দিচ্ছিল, আনন্দে, আবেগে কাঁদছেন রোহিত। দুই বছর আগে আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে স্বপ্ন ভেঙেছিল।তখন ক্যাপ্টেন ছিলেন রোহিতই। আর এবার ঘরের মাঠে বিশ্বজয়ের স্বাদ দিলেন হরমনপ্রীতরা। জেতার পরে, রোহিতের কি ফের মনে পড়ে যাচ্ছিল, সেই স্বপ্ন ভাঙার রাত? 

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বিরাট?

টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা জানালেন দেশের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। তিনি লিখেছেন, ভারতীয় মহিলা ক্রিকেটাররা এক নয়া ইতিহাস রচনা করেছে। একজন ভারতীয় হিসেবে এত বছরের পরিশ্রম অবশেষে সাফল্যের মুখ দেখতে পেয়েছে। আর এটা দেখেই আমি অত্যন্ত গর্বিত। প্রত্যেক ক্রিকেটারের পারফরম্য়ান্স যথেষ্ট প্রশংসনীয়। এই ঐতিহাসিক সাফল্য অর্জনের জন্য হরমন এবং গোটা দলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই টিম ম্য়ানেজমেন্টকেও। কারণ তাঁরা পর্দার পিছনে থেকে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন। শাবাশ ভারত। এই আনন্দের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করো। আমাদের দেশের মহিলা ক্রিকেটারদের এই সাফল্য আগামী প্রজন্মকে অবশ্যই অনুপ্রাণিত করবে। ক্রিকেট খেলার প্রতি আরও বেশি করে আকর্ষিত করবে। জয় হিন্দ।

Read more!
Advertisement
Advertisement