ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে না থাকার সম্ভাবনা। বর্ডার-গাভাস্কার ট্রফিতে তার ব্যর্থতার পর তিনি স্বেচ্ছায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ড সফরের দলে থাকবেন বলেই মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত শেষ টেস্ট সিরিজে রোহিত ও কোহলি দুজনেই কঠিন সময় পার করেছেন। বিশেষ করে রোহিত ব্যাট হাতে একেবারেই ছন্দ খুঁজে পাননি।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের ব্যর্থতা
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রোহিতের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। তিনি প্রথম টেস্টে খেলেননি, যেখানে ভারতের নেতৃত্বে ছিলেন জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে দলে ফিরলেও রোহিত রান পাননি। তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৩১ রান, গড় ৬.২০। ব্যাটিংয়ে এমন বাজে পারফরম্যান্সের পর তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। নববর্ষের টেস্টে (সিডনি টেস্ট) তিনি নিজে থেকেই না খেলার সিদ্ধান্ত নেন। এরপরই তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে নিজেই মুখ খুলে রোহিত জানান, তিনি অবসর নিচ্ছেন না।
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'এটি কোনও অবসরের সিদ্ধান্ত নয়। আমি খেলা থেকে দূরে সরে যাচ্ছি না। তবে যখন ব্যাট হাতে রান আসছে না, তখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দুই মাস বা পাঁচ মাস পর আমি রান করতে পারব কিনা, তার কোনও নিশ্চয়তা নেই।' তিনি আরও বলেন, 'আমি অনেক ক্রিকেট খেলেছি, এবং জানি সময়ের সঙ্গে সবকিছু বদলায়। আমার বিশ্বাস, পরিস্থিতি পাল্টাবে। কিন্তু বাস্তববাদী হওয়াও জরুরি। যারা ধারাভাষ্য দিচ্ছেন কিংবা ল্যাপটপ হাতে বসে লিখছেন, তারা আমার ভবিষ্যৎ ঠিক করতে পারবেন না।'
বিরাট কোহলির ফর্ম ও ভবিষ্যৎ
অন্যদিকে, বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, তবে বাকি ইনিংসে বড় রান পাননি। তিনি ও রোহিত দুজনেই রঞ্জি ট্রফিতে খেললেও সেখানেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে ব্যর্থ হন। তবে দুজনেই পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন। দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে রোহিত খেলেন ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংস, আর কোহলি পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০০ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রান করেন।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ
ভারতের ইংল্যান্ড সফর শুরু হবে আগামী ২০ জুন। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলিতে। এরপর সিরিজের পরবর্তী চারটি টেস্ট ম্যাচ হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং দ্য ওভালে। বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শিগগিরই স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, রোহিত শেষ পর্যন্ত দলে থাকেন কিনা, নাকি টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেন।