Advertisement

Rohit Sharma On Yashasvi Jaiswal Out: যশস্বী জয়সওয়াল কি আউট ছিলেন? প্রশ্ন শুনে উত্তরে যা বললেন ক্যাপ্টেন রোহিত

যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ডিআরএস-এর পাশাপাশি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের হারের পর, ক্ষোভ আরও বেড়েছে। কেন স্নিকো মিটার দেখে সিদ্ধান্ত নেওয়া হলো না সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। 

Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 30 Dec 2024,
  • अपडेटेड 9:04 PM IST

যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ডিআরএস-এর পাশাপাশি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের হারের পর, ক্ষোভ আরও বেড়েছে। কেন স্নিকো মিটার দেখে সিদ্ধান্ত নেওয়া হলো না সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। 

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার সরাসরি প্রশ্ন করেছেন, কেন প্রযুক্তির ব্যবহার না করে খালি চোখে দেখে সিদ্ধান্ত নিলেন আম্পায়ার। যাকে নিয়ে বিতর্ক তিনি হলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। ম্যাচ শেষে এই আউট নিয়ে হতাশ শোনাল রোহিত শর্মাকেও। 

রোহিত বলেন...
ম্যাচ হারের পর সাংবাদিক বৈঠকে আসেন রোহিত শর্মা। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন যশস্বী জয়সোয়ালের আউট নিয়ে। যশস্বীর আউটটা সঠিক ছিল কি না সেই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘প্রযুক্তিতে অনেক কিছু হতে পারে। খালি চোখে মনে হয়েছে বলের সঙ্গে কিছু একটা লেগেছে। আমি জানি না আম্পায়াররা কী ভাবে প্রযুক্তির ব্যবহার করেন। তবে প্রযুক্তি ১০০ শতাংশ ঠিক নয়। আমরা এসবে খুব একটা বেশি ঢুকতে চাই না। একটা জিনিস ঠিক, আমরা বারবার এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তের মুখে পড়ি।’ 

শেষ সেশনে পরপর উইকেট হারিয়ে ম্যাচ ফসকে গিয়েছে। জয়সওয়ালের উইকেট ছিল সবচেয়ে মূল্যবান। ওপেন করতে নেমে এই তরুণ ব্যাটার ফের ৮০ রানের ঘরে আউট হলেন। এদিন তাঁর ব্যাট থেকে ৮৪ রান এসেছে। ঋষভ পান্ত আউট হতেই ভারতের হারের শঙ্কা শুরু হয়। তবে সব আশা শেষ হয় জয়সওয়ালের উইকেট পড়ার পর। 

ম্যাচ হার নিয়ে রোহিত শর্মা মুখ খোলেন। পরের ম্যাচ জিততে গেলে কী করতে হবে সেটা নিয়ে তিনি কথা বলেন। সিডনি টেস্টের জন্য হাতে সময় কম। এই কম সময়ের মধ্যে কামব্যাক করা যাবে বলে তিনি নিশ্চিত। আপাতত যেটা ভালো করেছেন সেটার দিকে নজর দিতে চান। তিনি দলের ব্যর্থতার পাশাপাশি তাঁর ফর্ম নিয়েও চিন্তায়। বলেন, 'কিছু ফল আমাদের পক্ষে যায়নি। অধিনায়ক ও ব্যাটার হিসেবে এটা হতাশাজনক। মানসিক দিক থেকে এটা বিরক্তিকর। কিছু করতে চেয়ে যদি করতে না পারি সেটা হতাশ করে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement