শনিবার বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার (BCCI Awards) বিতরণী অনুষ্ঠানে নানা মজাদার কথা শেয়ার করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। স্মৃতি মন্দনার (Smriti Mandhana) প্রশ্নের উত্তর দিতে গিয়ে বোঝা গেল ভারতীয় দলের (Team India) ক্যাপ্টেনও বেজায় ভয় পান তাঁর স্ত্রী ঋতিকাকে (Ritika Sajdeh)। যা দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়া।
রোহিতের সম্পর্কে বহুদিন ধরেই শোনা যায় যে তিনি সব জিনিসপত্র না কি ভুলে যান। নিজেও তা বিভিন্ন সময় স্বীকার করেছেন। নিজের খারাপ হবি সম্পর্কে বলতে গিয়ে রোহিত জানান, 'আমরা সতীর্থরা আমায় ভুলে যাওয়ার বিষয়টা নিয়ে মজা করে। ভুলে যাওয়াটা নিশ্চিতভাবেই হবির পর্যায়ের পড়ে না। তবে রাগনোর বিষয়ে বলতে হলে ওরা আমায় এই বলে রাগায় যে আমি নিজের ওয়ালেট, পাসপোর্ট ভুলে যাই। এটা একেবারেই সত্যি নয়। আর এই ঘটনাটাও দুই দশক মতো আগে ঘটেছিল।'
এরপর স্মৃতি মান্ধানার প্রশ্ন, 'সবথেকে বড় এমন কী জিনিস যেটা আপনি ভুলে গিয়েছেন?' এই প্রশ্নের জবাবেই রোহিত খানিকটা ইতস্তত বোধ করে বলেন, 'আমি না এটার জবাব দিতে পারব না। এটা যদি লাইভ দেখানো হয়, আমার বউ দেখবে। এবং বউ যদি দেখে তাহলে...' এখানে রোহিত সম্ভবত তাঁর অতীতের এক ঘটনা নিয়েই বলেছেন। অতীতে শোনা গিয়েছিল অতীত নিজের ভুলে যাওয়ার অভ্যাসের ফলে না কি স্ত্রী ঋতিকাকে তিনি যে আংটি দেবেন, সেটা নিজের সঙ্গে নিতেই ভুলে গিয়েছেন। গোটা বিষয়টা যে খানিকটা হাসির এবং খানিকটা লজ্জারও, তা বলাই বাহুল্য।
এই অনুষ্ঠানেই সম্মানিত হয়েছেন সচিন তেন্ডুলকর। এই অনুষ্ঠানে তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয় বিসিসিআই। সচিন বলেন, 'আজ ক্রিকেট না থাকলে কেউই আমরা এই ঘরে বসার সুযোগ পেতাম না। আমার কাছে এটাই সবচেয়ে বড় উপহার। ব্যাট-বল আমার কাছে আছে। তাঁকে সম্মান দিতে হবে। ধরে রাখতে হবে। মুঠো আলগা করলে তারাও থাকবে না। ক্রিকেটও থাকবে না। কেরিয়ারও শেষ হয়ে যাবে।'