Advertisement

Rohit Sharma Retirement: 'কোথাও যাচ্ছি না...', টেস্টে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত

'আমাকে বাদ দেওয়া হয়নি, সরে দাঁড়িয়েছি এই ম্যাচ থেকে।' অবসর জল্পনায় জল ঢেলে বড় মন্তব্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার। পঞ্চম ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ড্রেসিংরুম নিয়ে নানা মিডিয়া রিপোর্ট নিয়েও মুখ খুললেন রোহিত। দলের স্বার্থেই খারাপ ফর্মে থাকা রোহিত নিজেকে সরিয়ে রেখেছেন। 

রোহিত শর্মা রোহিত শর্মা
Aajtak Bangla
  • সিডনি,
  • 04 Jan 2025,
  • अपडेटेड 7:59 AM IST

'আমাকে বাদ দেওয়া হয়নি, সরে দাঁড়িয়েছি এই ম্যাচ থেকে।' অবসর জল্পনায় জল ঢেলে বড় মন্তব্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার। পঞ্চম ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ড্রেসিংরুম নিয়ে নানা মিডিয়া রিপোর্ট নিয়েও মুখ খুললেন রোহিত। দলের স্বার্থেই খারাপ ফর্মে থাকা রোহিত নিজেকে সরিয়ে রেখেছেন। 

কেন সরে দাঁড়ালেন রোহিত?
এই সিরিজে একেবারেই ফর্মে নেই রোহিত। দল পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। শেষ টেস্ট জিততে পারলে ভারতীয় দল বর্ডার-গাভস্কার ট্রফি ড্র করতে পারবে। পাশাপাশি কিছুটা হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেই কারণেই দলের কথা বিচার করেই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান রোহিত। তিনি বলেন, 'এটা আমার জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল। দলের জন্য কঠোর সিদ্ধান্ত নিতেই হত। সেটাই নিয়েছি।' 

আবারও অবসরের জল্পনা উড়িয়ে  রোহিত শর্মা বলেন, 'আমি অবসর নিইনি আমি এই ম্যাচ থেকে নেমে সরে এসেছি। দলের সবাই ইস্পাত কঠিন মানসিকতার। সকলেই এখানে জিততে এসেছে। বাইরে কী নিয়ে কে কথা বলছে আমি জানি না। দলের সবাই অনেকদিন ক্রিকেট খেলছে। ফলে এসব নিয়ে আমরা কেউ বিশেষ মাথা ঘামাই না।' পাশাপাশি সংবাদমাধ্যম নিয়েও বিস্ফোরক রোহিত। বলেন, 'একটা লোক হাতে মাইক, পেন বা ল্যাপটপ নিয়ে কী লিখল তাতে কোনও প্রভাব পড়ে না।'  

শেষ টেস্টে প্রথম দিন চাপে থাকলেও, দ্বিতীয় দিনে দারুণ ছন্দে ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৫ রানে। ব্যাট করতে নেমে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। ব্যর্থ হয়েছেন, স্মিথ (৩৩), ট্রাভিস হেড (৪)। এই দুই ক্রিকেটারই এই সিরিজে সেঞ্চুরি করেছেন। এখন দেখার বুমরার নেতৃত্বে ভারতীয় দল ঘরে দাঁড়াতে পারে কিনা। টিম ইন্ডিয়ার সামনে এটাই বড় সুযোগ।     

Read more!
Advertisement
Advertisement