লোকে বলে, বিরাট মনের মানুষ ভারতীয় ODI দলের সদ্যপ্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। আর সেই দাবি যে মিথ্যে নয়, আবার তার প্রমাণ দিলেন হিটম্যান। সম্প্রতি ইন্ডিয়ার অন্যতম সেরা ওপেনার ব্যাটিং অনুশীলন করছিলেন মুম্বইয়ের শিবাজী পার্ক স্টেডিয়ামে।
এই সময় এক খুদে ফ্যান দড়ি টপকে রোহিতের সঙ্গে সাক্ষাতের আশায় মাঠে ঢোকার চেষ্টা করে। যদিও সেই সময়ই তাকে বাধা দেয় মাঠের নিরাপত্তারক্ষী। তবে তখনই রোহিতকে দেখা যায় গোটা বিষয়টার মধ্যে ঢুকে পড়তে। তিনি তখনই সিকিউরিটি গার্ডদের এই আচরণের জন্য ভর্ৎসনা করেন। আর রোহিতের এই আচরণ সেখানে থাকা মানুষদের মধ্যে বাহবা কুড়িয়ে নেয়। সকলেই তাঁর 'ডাউন টু আর্থ' ভাবনাচিন্তার প্রশংসা করে।
তৈরি হচ্ছেন রোহিত
ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI খেলার জন্য তৈরি হচ্ছেন। তিনি নিয়মিত করছেন প্র্যাকটিস। সেখানে তাঁকে ভালো টাচেই দেখা যাচ্ছে। তাঁর সেই চিরাচরিত মারকাটারি ব্যাটিং দেখে সকলেই তালি দিচ্ছে। শুধু তাই নয়, প্র্যাকটিসেই কভার ড্রাইভ এবং সুইপ খেলছেন হিটম্যান। যার ফলে সেখানে উপস্থিত দর্শকরা রোহিতের নাম ধরে জয়ধ্বনী দিতে থাকেন।
বহুদিন খেলার বাইরে রয়েছেন রোহিত। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিতে চাইছেন। আর সেক্ষেত্রে তাঁকে সাহায্য করছে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। এছাড়া এ দিন মাঠে দেখা যায় মুম্বইয়ের নতুন ট্যালেন্ট অঙ্গকৃষ রঘুবংশীকে।
এসেছিলেন স্ত্রী
রোহিতের অনুশীলনেও তাঁকে সঙ্গ দিয়েছেন স্ত্রী। তাঁকে সাইডলাইনের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ২ ঘণ্টা পর অনুশীলন শেষে তাঁরা একসঙ্গে মাঠ ছাড়েন বলেই খবর।
রোহিত বদ্ধপরিকর
রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতের ODI অধিনায়কের পদ থেকে। তাঁর জায়গায় শুভমান গিলের মাথায় উঠেছে মুকুট। আর এই সিদ্ধান্ত ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। কেন সফল ভারত অধিনায়ককে হঠাৎ করে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও এই সব বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন রোহিত। তিনি আপাতত খেলায় মন দিতে আগ্রহী। তাই ফিট থাকতে কমিয়ে ফেলেছেন অনেকটা ওজন। পাশাপাশি নিয়মিত নেটে ঝরাচ্ছেন ঘাম। অর্থাৎ বার্তা স্পষ্ট, অধিনায়কত্ব গেলেও নিজের ক্রিকেট নিয়ে এখনও আগ্রহ তুঙ্গে রয়েছে রোহিতের। এখনও ভালো খেলার খিদে তারিয়ে মারে তাঁকে। তাই তিনি নিরন্তর পরিশ্রম করে চলেছেন।
এখন দেখার আসন্ন সিরিজে তাঁর পারফরমেন্স কেমন থাকে। তার উপরই নির্ভর করবে ২০২৭ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কি না।