আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল ম্যাচের আগে রোহিত শর্মার অবসর নিয়ে মুখ খুললেন দলের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগে, বিভিন্ন মাধ্যমে রোহিত শর্মার অবসর নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারেই বড় আপডেট দিলেন গিল।
ম্যাচের ঠিক একদিন আগে সাংবাদিক সম্মেলনে গিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে অবসর নেবেন, ড্রেসিংরুমে বা দলের সদস্যদের মধ্যে কি এই বিষয়ে কোনও আলোচনা হয়েছে? গিল বলেন, 'এখন আমরা কেবল জেতার চেষ্টা করছি। দলে এ নিয়ে কোনও আলোচনা হয়নি। এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেবল রোহিত ভাই। এই মুহূর্তে সে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়ের দিকে মনোযোগ দিচ্ছে। এই মুহূর্তে, এই (রোহিতের অবসর) নিয়ে কোনও আলোচনা নেই।'
'বড় ম্যাচে অবশ্যই চাপ থাকে'
ভারতীয় দলের উপর কি ফাইনালের চাপ আছে? এর জবাবে গিল বলেন, 'বড় ম্যাচে অবশ্যই চাপ থাকজা কিন্তু ফাইনালের দিন, যে দলটি স্বাভাবিক ম্যাচের মতো খেলে, তারা কোনও চাপ অনুভব করে না। সেই দল জিতেও যায়। কিন্তু, বলা যতটা সহজ, করা ততটাই কঠিন।'
বিরাটকে নিয়েও মুখ খুলেছেন গিল। বলেন, 'কোহলির বড় ম্যাচের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ম্যাচে ওর ইনিংস এর বড় উদাহরণ। সে অনেক ফাইনাল খেলেছে এবং চাপ ভালোভাবে সামলেছে। প্যাটার্নটা জানা সেজন্যই খুব গুরুত্বপূর্ণ।'
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অশদীপ সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইলিয়াম ও'রোর্ক, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, জ্যাকব ডাফি এবং কাইল জেমিসন।