ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে মোটা, আনফিট মন্তব্য করায় কংগ্রেস নেত্রী শামা মহম্মদকে নিয়ে বিতর্ক চলছে দেশজুড়ে। এহেন আবহে এবার তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দাঁড়ালেন শামা মহম্মদের পাশেই। তাঁরও দাবি, রোহিত শর্মা আনফিট।
রোহিত শর্মাকে আর কত দিন সুযোগ দেওয়া হবে
সৌগত রায়ের সাফ বক্তব্য, শামা মহম্মদ রোহিত শর্মাকে নিয়ে যা বলেছেন, তাতে তিনি সহমত। তাঁর কথায়, 'আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে বলছি। রোহিত শর্মাকে আর কত দিন সুযোগ দেওয়া হবে। গত ২ থেকে ৩ বছরে মাত্র একটি সেঞ্চুরি করেছেন। ওঁর তো টিমে জায়গাই পাওয়া উচিত না। কংগ্রেস নেত্রী যা বলেছেন, ঠিক বলেছেন।'
কী বলেছেন কংগ্রেসের শামা মহম্মদ?
কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিত সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা নিয়ে রীতিমতো সমালোচনা চলছে গোটা দেশে। তিনি বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।'
যদিও তড়িঘড়ি এক্স হ্যান্ডেল থেকে রোহিতকে নিয়ে লেখা পোস্ট ডিলিট করে দেন শামা। পাশাপাশি সাফাই দিয়ে লেখেন, ‘রোহিতকে অপমান করার উদ্দেশে এই মন্তব্য আমি করিনি। সাধারণ ভাবেই এই পোস্ট করেছিলাম। আমার মনে হয়েছিল খেলোয়াড়দের ফিট থাকা জরুরি তাই ওটা লিখেছিলাম। রোহিতের চেহারা নিয়ে অপমান করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।’
'বিজ্ঞাপনে মডেল, খেলায় মডেল নন'
এই প্রসঙ্গে শামার পাশেই দাঁড়ালেন প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বললেন, 'রোহিত ফিটনেস নিয়ে মাথাই ঘামান না। এঁরা শুধু বিজ্ঞাপনে মডেল, খেলায় মডেল নন। ফিটনেসের দিক থেকে ভাল অধিনায়ক হতে পারেন বুমরাহ। আরও অনেক নতুন নতুন প্লেয়ার আসছেন। তাঁরাও ভাল অধিনায়ক হতে পারেন। কিন্তু রোহিত শর্মা নন। ওঁর তো দলের বাইরে থাকা উচিত।'