Advertisement

Rohit Sharma: নিজেকে প্রমাণ করতে মরিয়া রোহিত, অজি সফরের আগে খেলবেন এই সিরিজে?

অনেকদিন ধরেই আলোচনা চলছে, রোহিত শর্মা কি একদিনের ক্রিকেট থেকেও অবসর নেবেন? শুধু তাই নয়, তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়েও চলছে নানা জল্পনা। কিন্তু হাল ছাড়তে নারাজ, ভারতের ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া সফরের আগে, ভারতীয় এ দলের হয়ে খেলতে চান রোহিত শর্মা।

৯ মার্চ, ২০২৫ তারিখে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন ভারতের রোহিত শর্মা প্রতিক্রিয়া জানাচ্ছেন৯ মার্চ, ২০২৫ তারিখে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন ভারতের রোহিত শর্মা প্রতিক্রিয়া জানাচ্ছেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 5:29 PM IST

অনেকদিন ধরেই আলোচনা চলছে, রোহিত শর্মা কি একদিনের ক্রিকেট থেকেও অবসর নেবেন? শুধু তাই নয়, তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়েও চলছে নানা জল্পনা। কিন্তু হাল ছাড়তে নারাজ, ভারতের ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া সফরের আগে, ভারতীয় এ দলের হয়ে খেলতে চান রোহিত শর্মা। 

অস্ট্রেলিয়া সফরের আগে এই সিরিজ খেলবেন রোহিত
সূত্রের খবর, ভারতের জুনিয়র দলের হয়ে খেলতে চেয়েছেন রোহিত। যদিও বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পর, সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রোহিত। এরপর এ বছরের শুরুতে টেস্ট থেকেও অবসর নিয়ে নেন তিনি। অনেকেই বলেছিলেন, তিনি নিজে থেকে অবসর না নিলে, তাঁকে বাদ দিয়ে দেওয়া হতে পারত। সে কথা বুঝতে পেরেই, তিনি সরে দাঁড়ান। ফলে এখন তিনি শুধুই ওডিআই খেলবেন। 

প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত
শুধু তাই নয়, ইতিমধ্যেই একদিনের সিরিজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রোহিত। ভারতের প্রাক্তন সহকারী কোচ, অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করছেন তিনি। কিন্তু তাঁর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কিংবা খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ইতিমধ্যে ‘প্রোজেক্ট রোহিত’ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহল। কেউ কেউ বলছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে। ওয়ানডে থেকে সম্মানজনক বিদায় নেওয়ার একটা সুযোগ পাবেন হিটম্যান।

প্রমাণ করার চেষ্টায় রোহিত
তিনি এখনও যে ফুরিয়ে যাননি, তা প্রমাণ করতে, অস্ট্রেলিয়া সফরের আগে বেসরকারি সিরিজে অংশ নেবেন তিনি। ৩০ সেপ্টেম্বর, এবং ৩ ও ৫ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে। ওই সিরিজে ভারতীয় দলে থাকতে পারেন রোহিত, এমনটাই শোনা যাচ্ছে। আসলে আইপিএলের পর দীর্ঘ সময় ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন রোহিত। তাই ম্যাচ খেলে কঠোর প্রস্তুতি নিয়ে তিনি নামতে চলেছেন অজি সিরিজে, নিজেকে আবারও প্রমাণ করতে, এমনটাই সূত্রের খবর।

Advertisement

কী করবেন বিরাট?
তবে বিরাট কোহলি এই সিরিজে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অস্ট্রেলিয়া সফরের জন্য তিনিও প্রস্তুতি শুরু করেছেন। তবে তা ভারতে নয়, ইংল্যান্ডে। তিনিও অস্ট্রেলিয়া সফরে জায়গা পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।   

Read more!
Advertisement
Advertisement