ফর্মে ফিরতে মরিয়া রোহিত শর্মা (Rohit Sharma)। চাপের মুখে পড়ে ১০ বছর পর, মুম্বই দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল তাঁকে। অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজে রান পাননি। রান আসেনি তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেও। সে কারণেই রঞ্জি (Ranji Trophy) খেলার পরামর্শ দেওয়া হয়েছিল হিটম্যানকে। বোর্ড ও কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) চেয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে নেমে পড়ুন তারকারা।
চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি শুরু করেছিলেন রোহিত
সেই মতো মঙ্গলবার অনুশীলনে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তবে রঞ্জিতে তিনি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ইতিমধ্যেই বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে অনুশীলন করছেন তিনি। এ বার মুম্বই দলের সঙ্গে অনুশীলন করবেন। রঞ্জিতে পরবর্তী ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই। সে কারণে মাঠের মাঝের উইকেটে অনুশীলন করবে তারা।
মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, 'মুম্বই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা জানিয়েছে রোহিত। তবে পরের রঞ্জি ম্যাচে ও খেলবে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। নির্দিষ্ট সময়েই সে কথা জানাবে।'
১০ বছর আগে শেষ রঞ্জি ম্যাচ খেলেছেন রোহিত
শেষ বার ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে খেলেছিলেন রোহিত। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টে মাত্র ৩১ রান করেছেন। সিডনিতে শেষ ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়। ফর্মে ফিরতেই রঞ্জিতে খেলতে পারেন রোহিত। সিডনিতে হারের পর ভারতের কোচ গম্ভীর বলেছিলেন, 'আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তা হলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।'
গম্ভীরের এই বক্তব্যই কি রোহিতকে বাধ্য করল রঞ্জি দলের সঙ্গে অনুশীলনে নামতে? সেটাই বড় প্রশ্ন। তবে এর উত্তর একমাত্র দিতে পারবেন রোহিত নিজেই।