Advertisement

Rohit Sharma Virat Kohli: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলেই বাদ? বিরাট-রোহিতদের নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার অ্যাসিড টেস্ট। এই টুর্নামেন্টে ভাল কিছু করতে না পারলে বিসিসিআই এই দুই তারকার বিরুদ্ধেও বড় পদক্ষেপ নিতে পারে বলে সূত্রের খবর। অনেকদিন ধরেই ব্যাটে রান নেই দুই তারকার। পারথ টেস্টে সেঞ্চুরি করলেও, বিরাটের ব্যাট থেকে ধারাবাহিকভাবে রান পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই বোর্ডের সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2025,
  • अपडेटेड 2:56 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার অ্যাসিড টেস্ট। এই টুর্নামেন্টে ভাল কিছু করতে না পারলে বিসিসিআই এই দুই তারকার বিরুদ্ধেও বড় পদক্ষেপ নিতে পারে বলে সূত্রের খবর। অনেকদিন ধরেই ব্যাটে রান নেই দুই তারকার। পারথ টেস্টে সেঞ্চুরি করলেও, বিরাটের ব্যাট থেকে ধারাবাহিকভাবে রান পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই বোর্ডের সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

ইন্ডিয়া টুডের সূত্রের মারফত জানা গিয়েছে, এখনই এই দুই তারকার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে যদি এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ হয়, বিসিসিআই তবে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। দীর্ঘ সময় ধরে চলে বোর্ডের এই বৈঠক। বিসিসিআই সভাপতি রজার বিনি বৈঠকে সভাপতিত্ব করেন। অস্ট্রেলিয়ায় সিরিজ চলাকালীন কী ভুল হয়েছে তা বোঝার জন্য গতকাল একটি পর্যালোচনা সেশন পরিচালনা করে বোর্ড। প্রায় দুই ঘন্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর, বিসিসিআই সভাপতি রজার বিনি, যুগ্ম সচিব দেবজিত সাইকিয়া এবং বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা।

সূত্রটি আরও জানিয়েছে, 'টিম ম্যনেজমেন্ট বুঝতে চেয়েছিল শক্তিশালী লাইনআপ থাকা সত্ত্বেও কেন ভারতীয় ব্যাটাররা পারফর্ম করতে পারছে না। তারা মূল কারণগুলি চিহ্নিত করে দ্রুত সংশোধন করার কথাও বলা হয়েছে এই বৈঠকে।' 

জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রেও এ বার কড়া মনোভাব নিতে চলেছে ভারতীয় বোর্ড। ক্রিকেটারেরা আর নিজেদের ইচ্ছা মতো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিতে পারবেন না। কোনও সিরিজ কেউ না খেলতে চাইলে, তাঁকে চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে। শুধু মাত্র অসুস্থতা এবং ফিটনেসের সমস্যা থাকলে তবেই বিশ্রাম দেওয়া হবে দ্বিপাক্ষিক সিরিজ থেকে। একাধিক সিনিয়র ক্রিকেটার অতীতে দ্বিপাক্ষিক সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এই প্রবণতা বন্ধ করতে চান বিসিসিআই কর্তারা।

Read more!
Advertisement
Advertisement