Advertisement

Rohit Sharma Virat Kohli: 'রোহিত-বিরাটদের সঙ্গে অন্যায় হয়েছে' বিস্ফোরক দুই তারকার প্রাক্তন সতীর্থ

আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি কি খেলবেন? সেটাই এখন বিরাট বড় প্রশ্ন ভারতের ক্রিকেট অনুরাগীদের সামনে। আর এর মধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তুলোধোনা করলেন রবিচন্দ্রন অশ্বিন। ইঙ্গিত দিলেন, দুই তারকা ক্রিকেটারের প্রতি সুবিচার করা হয়নি। 

রবিচন্দ্রন অশ্বিন রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথেরবিচন্দ্রন অশ্বিন রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 12:52 PM IST

আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি কি খেলবেন? সেটাই এখন বিরাট বড় প্রশ্ন ভারতের ক্রিকেট অনুরাগীদের সামনে। আর এর মধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তুলোধোনা করলেন রবিচন্দ্রন অশ্বিন। ইঙ্গিত দিলেন, দুই তারকা ক্রিকেটারের প্রতি সুবিচার করা হয়নি। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের মধ্যেই আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেছে ভারতের নির্বাচকরা। তবে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি থেকে। তবে দলে রাখা হয়েছে প্রাক্তন ক্যাপ্টেনকে। একইভাবে দলে রাখা হয়েছে বিরাটকেও। এই অবস্থায় নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে অশ্বিন বলেন, 'রোহিত-বিরাটের আরও সম্মান প্রাপ্য।’ নির্বাচকদের পদক্ষেপ দেখে এটা আন্দাজ করাই যায়, তাঁরা ভবিষ্যতের কথা ভাবতে চাইছেন। তবে এই দুই তারকার আরও ভাল ব্যবহার প্রাপ্য বলেই মনে করেন প্রাক্তন অফস্পিনার। 

অশ্বিন বলেন, 'দল নির্বাচন দেখে পরিষ্কার, নির্বাচকেরা সামনে তাকাতে চাইছে। আবার উল্টো দিকে এমন দু’জন ক্রিকেটার রয়েছে, যারা ক্রিকেট জীবনের শেষে এসে পৌঁছেছে। এদের সঙ্গে আরও ভাল ব্যবহার করা উচিত।’ দলীয় নেতৃত্বকে তোপ দেগে অশ্বিন আরও বলেন, ‘এটা বলে দেওয়া খুবই সহজ যে, ওদের বয়স হয়েছে, ওদের অবসর নিতে হবে। কিন্তু এই সব ভাবতে গিয়ে আমরা একটা ব্যাপার উপেক্ষা করে যাচ্ছি। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে ক্রিকেট জ্ঞানের ব্যাটন তুলে দেওয়া। রোহিত বা বিরাট তো আর শুভমনদের ব্যাটিং শেখাবে না। ওরা শেখাবে কী করে চাপ সামলাতে হয়।’  

বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে অনেকদিন ধরেই নানা আলোচনা শোনা যাচ্ছে। টি২০ বিশ্বকাপ জেতার পর আচমকা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে অবসর নেওয়া, তারপর ইংল্যান্ড সফরের দল ঘোষনার আগে কিছু দিনের ব্যবধানে দুই তারকার সবচেয়ে বড় ফরম্যাট ছেড়ে দেওয়ার পর থেকেই মনে করা হচ্ছে, ২০২৭-এর বিশ্বকাপের পর হয়ত আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নিয়ে নেবেন বিরাট ও রোহিত।

Advertisement

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পর, অনেকেই মনে করছেন, হয়ত তার আগেই দুই তারকাকে দল থেকে ছাঁটাই করে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই রোহিতের কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া নিয়ে ক্ষোভে ফুঁসছেন সমর্থকদের একাংশ। এরপর দল থেকে তাদের বাদ দিলে সেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে।     

Read more!
Advertisement
Advertisement