Advertisement

Rohit Sharma Virat Kohli: রোহিত-বিরাটের অবসরের পিছনে আপনি? এই প্রথম মুখ খুললেন গম্ভীর

ইংল্যান্ড সিরিজের আগে পরপর অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজের আগে এই দুই তারকার অবসর বিরাট ধাক্কা দেবে ভারতীয় দলকে। ইংল্যান্ড সফর ভারতীয় ক্রিকেট দলের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও রোহিত শর্মাগৌতম গম্ভীর, বিরাট কোহলি ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2025,
  • अपडेटेड 4:52 PM IST

ইংল্যান্ড সিরিজের আগে পরপর অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজের আগে এই দুই তারকার অবসর বিরাট ধাক্কা দেবে ভারতীয় দলকে। ইংল্যান্ড সফর ভারতীয় ক্রিকেট দলের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

দুই কিংবদন্তির অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি বলেছেন বলেছেন, 'কারও অবসর নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ কাউকে এই ব্যাপারে বলার অধিকার রাখে না – সে নির্বাচক হোক বা কোচ। যখন কেউ সরে যায়, তখন সেটা অন্য কারও জন্য সুযোগ হয়ে আসে।'

দলের কেউ না কেউ দায়িত্ব নেবে বলেই আশা গম্ভীরের। তিনি আরও বলেন, ' আমাদের এখন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলতে হবে। তবে আমি বিশ্বাস করি, এটাও কারও জন্য একটা সুযোগ হতে পারে নিজেকে প্রমাণ করার। তাই এটা কঠিন হবে, কিন্তু অবশ্যই কেউ না কেউ দায়িত্ব নিয়ে সামনে আসবে। এই প্রশ্নটা আমাকে আগেও করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়, যখন জসপ্রীত বুমরাহ খেলছিল না। তখনও আমি বলেছিলাম, কারও অনুপস্থিতি অন্য কাউকে দেশের জন্য কিছু বিশেষ করার সুযোগ দিতে পারে। আশা করি, এবারও কেউ না কেউ সেই সুযোগ নেবে।'

এখন প্রশ্ন হল, কে ভারতীয় দলকে এই পাঁচ ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন? শোনা যাচ্ছে, শুভমান গিলের নাম। তাকে সাহায্য করতে সহ অধিনায়ক হতে পারেন ঋষভ পান্ত। দলে জসপ্রীত বুমরা থাকলেও সিরিজের তিনটি ম্যাচ খেলতে পারেন বলে জানা গিয়েছে। তবে মহম্মদ শামিকে বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী ২৪ মে ঘোষিত হতে পারে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় চূড়ান্ত স্কোয়াড এবং নতুন টেস্ট অধিনায়কের নাম। 

চলতি মাসের শুরুতে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। এর ঠিক পাঁচদিন পর বিরাট কোহলিও একই রাস্তায় হাঁটেন। এই দুই তারকাই গত অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন। যদি তাঁরা টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা না করতেন তা হলে ঘরোয়া সিরিজ কেন খেললেন? এর নেপথ্যে অনেকে গৌতম গম্ভীরকে দায়ি করলেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement