Advertisement

India vs England: 'জলে গেল ২২.৮৫ কোটি', ইডেনে ইংল্যান্ড হারতেই ট্রোলড RCB, কেন?

আইপিএল শুরু হতে এখনও এক মাসেরও বেশি সময় আছে। কলকাতায় পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের পর থেকেই ট্রোল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ইংল্যান্ডের হারের পর কেন আরসিবি-কে ট্রোল করছেন ভারতীয় দলের সমর্থকরা? 

লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেললিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 12:22 PM IST

আইপিএল শুরু হতে এখনও এক মাসেরও বেশি সময় আছে। কলকাতায় পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের পর থেকেই ট্রোল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ইংল্যান্ডের হারের পর কেন আরসিবি-কে ট্রোল করছেন ভারতীয় দলের সমর্থকরা? 

কেন ট্রোলড হচ্ছে আরসিবি?
এবারের আইপিএল-এর মেগা নিলামের পর দেখা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে বেশি ভরসা করেছে ইংল্যান্ডের প্লেয়ারদের উপর। প্রতিবারই ব্যাটারদের উপর ভরসা করে আরসিবি। এ বারও ব্যাটিংয়ে শক্তিশালী করতে কোনও চেষ্টার খামতি রাখেনি। কিন্তু তাদের সেই চেষ্টার জন্যই এ বার ট্রোলিংয়ের মুখে পড়ল। কারণ কলকাতায় মাত্র ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড দল। জস বাটলার ছাড়া কেউই রান পাননি। 

রান পাননি আরসিবি-র তিন ব্যাটার

ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন ও তরুণ ক্রিকেটার জ্যাকব বেথহেলকে মেগা নিলামে কিনেছিল আরসিবি। এই তিন ব্যাটার ইডেনে খেলতে নেমে ব্যর্থ হলেন। ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন খাতা খুলতে পারলেন না। আর বেথহেল করলেন ৭ রান। তিন ব্যাটারের এই ব্যর্থতায় আরসিবিকে অনেকে 007 বলে খোঁচা দিচ্ছেন। এই 007-এর নেপথ্যে কারণ হচ্ছে তিন ব্যাটারের রান। ০, ০ ও ৭।

তিন ক্রিকেটারকে নিতে প্রচুর টাকা খরচ করেছে আরসিবি

ইংল্যান্ড সবার প্রথমে হারায় ফিল সল্টের উইকেট। অর্শদীপ সিংয়ের একটা শর্ট ডেলিভারি বুঝতেই পারেননি কেকেআর-এর প্রাক্তন ক্রিকেটার। আরসিবি এই তিন প্লেয়ারের মধ্যে সবচেয়ে বেশি দাম দিয়েছে ফিল সল্টকে নিতে। ১১.৫০ কোটি টাকা খরচ করেছে সল্টকে নিতে। লিভিংস্টোনকে নেওয়া হয়েছে ৮.৭৫ কোটি টাকা দিয়ে। বেথহেলকে ২.৬০ কোটি টাকায় নেওয়া হয়েছে। সব টাকা জলে গিয়েছে বলে মত নেটিজেনদের। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এজেন্টস ০০৭ অফ আরসিবি'। পাশাপাশি তিন তারকার আউট হওয়ার ছবিও শেয়ার করেছেন তিনি।

আরেকজন লিখেছেন, 'আরসিবি-র ক্রিকেটাররা ভারতকে খুব বেশি ভালবাসেন।' তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও চারটি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচগুলিতে ব্রেন্ডন ম্যাককুলামের দল ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের। 

Advertisement

 
 

Read more!
Advertisement
Advertisement