Advertisement

Joe Root Test Cricket: সচিনের রেকর্ড ভাঙার পথে? জো রুটের কীর্তিতে মুখ খুললেন মাস্টার ব্লাস্টার

'আগেই জানতাম যে ও বড় প্লেয়ার হবে,' জো রুটের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar। তাঁরই রেকর্ড ভাঙার পথে এগিয়ে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।

'আগেই জানতাম যে ও বড় প্লেয়ার হবে,' জো রুটের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর।'আগেই জানতাম যে ও বড় প্লেয়ার হবে,' জো রুটের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2025,
  • अपडेटेड 1:00 PM IST
  • 'আগেই জানতাম যে ও বড় প্লেয়ার হবে,' জো রুটের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর।
  • তাঁরই রেকর্ড ভাঙার পথে এগিয়ে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।
  • জো রুটকে শুভেচ্ছা জানালেন ভারতের কিংবদন্তী মাস্টার ব্লাস্টার।

'আগেই জানতাম যে ও বড় প্লেয়ার হবে,' জো রুটের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar। তাঁরই রেকর্ড ভাঙার পথে এগিয়ে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। আর তার জন্য জো রুটকে শুভেচ্ছা জানালেন ভারতের কিংবদন্তী মাস্টার ব্লাস্টার। টেস্ট ক্রিকেটে সম্প্রতি ১৩ হাজার রানের মাইলস্টোন পার করেছেন জো রুট। 

দুরন্ত ফর্মে জো রুট
বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার জো রুট। ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে এক বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। পার করেন ১৩ হাজার রানের রেকর্ড। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে মোট ১৩,৫৪৩ রান। অ্যাভারেজ ৫১.২৯। রয়েছে ৩৯টি সেঞ্চুরি আর ৬৬টি হাফ সেঞ্চুরি।

সচিন এখনও অনেক এগিয়ে
তবে এখনও সচিনকে ছুঁতে অনেকটাই এগোতে হবে জো রুটকে। সচিনের টেস্ট ক্রিকেটে মোট রান ১৫,৯২১। টেস্টে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ রান তাঁরই দখলে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রুট যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, তবে সেই রেকর্ড ভাঙা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

প্রথম দেখাতেই ভবিষ্যদ্বাণী
জো রুটকে যে প্রথম দিন থেকেই আলাদা চোখে দেখেন, সে কথাও স্বীকার করলেন সচিন। বললেন, ২০১২ সালে নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন রুট। সেই ম্যাচে তাঁর খেলা দেখেই সচিনের মনে হয়েছিল, এই যুবকের মধ্যেই ইংল্যান্ডের ভবিষ্যতের ক্যাপ্টেন লুকিয়ে।

সচিন বললেন, '১৩,০০০ রান ছুঁয়ে ফেলা সত্যিই একটা বড় ব্যাপার। এখনও দারুণ খেলে চলেছে। ২০১২ সালে নাগপুর টেস্টে প্রথম ওঁর খেলা দেখেছিলেন। তখনই আমি সবাইকে বলেছিলাম যে, তোমরা আসলে ইংল্যান্ডের ভবিষ্যতের ক্যাপ্টেনকে দেখছ। তখনই বুঝেছিলাম ও ভবিষ্যতে বড় কিছু করবে।' 

জো রুটের বয়স এখন ৩৪ বছর। আগামী কয়েক বছরে তিনি এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়াজগত।

Read more!
Advertisement
Advertisement