বাগদান সারলেন সচিন-পুত্র অর্জুন। পাত্রী সানিয়া চন্দোক। তিনি রবি ঘাইয়ের নাতনি। ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেন অর্জুন এবং সানিয়া। উপস্থিত ছিলেন পরিবারের লোকজন এবং কাছের বন্ধুরা। মুম্বইয়ের বিত্তশালী ব্যবসায়ী ঘাই পরিবার। ইন্টারকন্টিনেন্টাল মেরিন ড্রাইভ হোটেল এবং ব্রুকলিন ক্রিমরির (কম ক্যালোরির আইসক্রিম ব্র্যান্ড) মালিক তারা।
বাবার মতো ভারতীয় দলে এখনও সুযোগ পাননি অর্জুন টেন্ডুলকর। তবে আইপিএল খেলছেন। কিন্তু দলে নিয়মিত নন। গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের ডাগআউটেই বসে কাটিয়েছেন। একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। তার আগে মেগা নিলামে তাঁকে ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল মুম্বই। তবে প্রথম একাদশে তাঁর খেলা হয়নি।
অর্জুন টেন্ডুলকর এখনও পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির, ১৮টি লিস্ট-এ এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচে অর্জুন ৩৩.৫১ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন। ৫৩২ রান করেছেন ২৩.১৩ গড়ে। লিস্ট-এ ক্রিকেটে অর্জুনের নামের পাশে ২৫ উইকেট (গড় ৩১.২) এবং ১০২ রান (গড় ১৭)।
অর্জুন টেন্ডুলকরের আইপিএল রেকর্ড?
টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ বছর বয়সী অর্জুন টেন্ডুলকর ২৫.০৭ গড়ে ২৭ উইকেট নিয়েছেন। ১৩.২২ গড়ে করেছেন ১১৯ রানও। ঘরোয়া ক্রিকেটে অর্জুন গোয়া দলের হয়ে খেলেন। এর আগে তিনি মুম্বইয়ে ছিলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে উঠেছে তাঁর। তবে এখনও পর্যন্ত খুব একটা খেলার সুযোগ হয়নি। খেলেছেন ৫টি ম্যাচ। ৩ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে ১৩ রান।
১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি টেন্ডুলকরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সচিন। তাঁর চেয়ে ৬ বছরের বড় স্ত্রী। অঞ্জলি পেশায় শিশু বিশেষজ্ঞ। সচিন অঞ্জলির মেয়ে সারা টেন্ডুলকরের জন্ম ১৯৯৭ সালের ১২ অক্টোবর। ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর অর্জুনের জন্মদিন।