Advertisement

Sachin Tendulkar Vinod Kambli: সচিন সাহায্য করেছিলেন? বন্ধুর 'সচ' ফাঁস করলেন কাম্বলি

ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli) সম্প্রতি লাইমলাইটে এসেছেন। ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকারের স্মরণে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে দেখা হয় তাঁর। মঞ্চে বসেই একটি গান (স্যার জো তেরা চক্রে...) গুনগুন করে গেয়ে ওঠেন কাম্বলি। সেই গান গাওয়া দেখেই ভক্তরা মনে করছেন শারীরিক ভাবে ভাল নেই ভারতের প্রাক্তন ওপেনার।

Vinod Kambli, Sachin TendulkarVinod Kambli, Sachin Tendulkar
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 3:54 PM IST

ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli) সম্প্রতি লাইমলাইটে এসেছেন। ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকারের স্মরণে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে দেখা হয় তাঁর। মঞ্চে বসেই একটি গান (স্যার জো তেরা চক্রে...) গুনগুন করে গেয়ে ওঠেন কাম্বলি। সেই গান গাওয়া দেখেই ভক্তরা মনে করছেন শারীরিক ভাবে ভাল নেই ভারতের প্রাক্তন ওপেনার।

কথা বলতে গিয়েও মনে হচ্ছিল তিনি সমস্যায় পড়েছেন। এরপরেই একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর ছটবেনার সঙ্গী সচিনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেছেন। 

অনুষ্ঠানে সচিনের সঙ্গে দেখা, তারপর কী হয়েছিল? 
এই সাক্ষাৎকারে সচিনের সঙ্গে বন্ধুত্বের কথা বলেছেন কাম্বলি। সাম্প্রতিক অনুষ্ঠানের কথাও উল্লেখ করেন তিনি। তবে ২০০৯ সালে সচিনের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, সচিন তাঁকে সাহায্য করেননি। তবে সে জায়গা থেকে সরে না এসেই কাম্বলি জানিয়েছেন, 'একসময়ে আমার মনে হত, সচিন আমাকে কোনও সাহায্য করেনি। খুব হতাশায় ভুগতাম। কিন্তু পরে বুঝতে পারি সচিন আমার জন্য অনেক কিছু করেছেন। ২০১৩-য় আমার দুটো অপারেশন হয়েছিল যার পুরো টাকাটাই সচিন আমাকে দিয়ে সাহায্য করেছিলেন। যখনই একে অপরের সঙ্গে কথা বলি, ছোটবেলার বন্ধুত্বের কথা মনে পড়ে।'

বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন কাম্বলি
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে কাম্বলি জানিয়েছেন, 'আমার মূত্রনালিতে সংক্রমণ হয়েছে। যার ফলে কয়েক মাসে আগে সম্পূর্ণ অচৈতন্য হয়ে গিয়েছিলামন। তবে এখন আগের থেকে ভাল আছি। একটি ভিডিওতে কাম্বলিকে আরও বলেছেন, আমি রিহ্যাবে যেতে রাজি। আমার কোনও ভয় নেই। কারণ জানি পরিবার আমার সঙ্গে রয়েছে।'

সচিন-কাম্বলির সম্পর্ক কেমন ছিল?
একটা সময় মুম্বইয়ের হয়ে খেলে একইসঙ্গে উঠে এসেছিলেন সচিন ও কাম্বলি। কিন্তু শৃঙ্খলার অভাবেই হারিয়ে যান বাঁ হাতি ব্যাটার। অন্যদিকে সচিন দিনে দিনে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের ভগবান। কিন্তু দুই জনের বন্ধুত্বে কখনও ছেদ পরেনি। কঠিন সময় সচিন তাঁকে কীভাবে সাহায্য করেছেন সেই প্রসঙ্গই ফের একবার প্রকাশ্যে আনলেন কাম্বলি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement