Advertisement

Sam Konstas Virat Kohli: মেলবোর্নে ১৯ বছরের কনস্টাসকে ধাক্কা-কথা কাটাকাটি, বড় শাস্তি কোহলির? যা বলছে ICC-র নিয়ম

বড় শাস্তির মুখে পড়তে পারেন বিরাট কোহলি (Virat Kohli) ও স্যাম কনস্টাস (Sam Konstas)। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) চলাকালীন পিচের মাঝেই ধাক্কা ও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। আইসিসি-র (ICC) নিয়মে শাস্তি পেতে পারেন দুই জনই। মেলবোর্ন টেস্টে (India vs Australia) আলোচনার কেন্দ্রে স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সে তিনি যা করে দেখাচ্ছেন তা খুব বেশি ব্যাটার করার সাহসও পান না। 

বিরাট কোহলি ও স্যাম কনস্টাস বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েনবিরাট কোহলি ও স্যাম কনস্টাস বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন
Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 26 Dec 2024,
  • अपडेटेड 9:38 AM IST

বড় শাস্তির মুখে পড়তে পারেন বিরাট কোহলি (Virat Kohli) ও স্যাম কনস্টাস (Sam Konstas)। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) চলাকালীন পিচের মাঝেই ধাক্কা ও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। আইসিসি-র (ICC) নিয়মে শাস্তি পেতে পারেন দুই জনই। মেলবোর্ন টেস্টে (India vs Australia) আলোচনার কেন্দ্রে স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সে তিনি যা করে দেখাচ্ছেন তা খুব বেশি ব্যাটার করার সাহসও পান না। 

কী ঘটেছিল?
মেলবোর্নে টেস্ট অভিষেকে বিধ্বংসী ব্যাটিং করছিলেন স্যাম কন্টাস। দশম ওভার শেষের ঘটনা। উল্টো প্রান্তে ওপেনিং পার্টনার উসমান খজার সঙ্গে কথা বলতে এগচ্ছিলেন স্যাম কন্টাস। বল হাতে অন্য প্রান্তে যাচ্ছিলেন বিরাট কোহলি। মাঝ পিচে ধাক্কা। কথা কাটাকাটিও হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেট মাঠে ইচ্ছাকৃত কোনও বডি কন্ট্যাক্ট হলে তা অপরাধ। দু-জনের উত্তপ্ত বাক্য বিনিময়ে আম্পায়ার মাইকেল গফ হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি শান্ত করেন।

কী শাস্তি হতে পারে?
এই ধরনের ঘটনায় এক টেস্ট নির্বাসনের মতো শাস্তিও হতে পারে। আইসিসি কড়া সিদ্ধান্ত নিলে স্যাম কন্টাস কিংবা বিরাট কোহলির দু-জনেরই সবচেয়ে বড় শাস্তি হতে পারে ম্যাচ নির্বাসনের। সেই অবধি না পৌঁছলে অন্তত জরিমানাও হতে পারে। তবে এক্ষেত্রে হয়ত নির্বাসনের মতো শাস্তি হবে না। তবে বড় অঙ্কের জরিমানা হতেই পারে দুই ক্রিকেটারের। 

দারুণ ইনিংস কনস্টাসের
বৃহস্পতিবারের সকালে টেস্ট ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যায় কনস্টাসের ইনিংস। ৯০,০০০ দর্শকে ঠাসা মেলবোর্নে ৬টা চার আর ২টো ছক্কায় সাজানো ইনিংস। যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে ৬০ রান। তাও আবার মাত্র ৬৫ বলে।   

ভারতের প্লেয়িং-১১: যশস্বী জয়সও য়াল, রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রিত বুমরা এবং মহম্মদে সিরাজ। 

অস্ট্রেলিয়ান প্লেয়িং-১১: উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড।

Advertisement
Read more!
Advertisement
Advertisement