গতকাল খবরটা সামনে এসেছিল। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া শাকিব আল হাসান (Shakib Al Hasan) তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলা অনিশ্চিত হয়ে পড়ল এই তারকা অলরাউন্ডারের। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে প্রথমবার এই সমস্যায় পড়তে হয়েছিল শাকিবকে।
কেরিয়ারের শেষে এসে সমস্যায় শাকিব
১৮ বছরের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার এমন নিষেধাজ্ঞার সামনে পড়লেন। এরপরেই সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যেতে পারে শাকিবের বোলিং। নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেলেন শাকিব। বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়বেন শাকিব?
সূত্রের খবর, নিজের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বাংলাদেশের এই তারকা। ১২ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। শাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরই মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাঁকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে শাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশ পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, শাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটা বিস্ময়কর। যদিও শাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে। যদিও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।
ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে।