Advertisement

Indian Cricket Team: রোহিতের কি এবার সম্মানের সঙ্গে অবসর নিয়ে নেওয়া উচিত? বড় মন্তব্য ডিভিলিয়ার্সের

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল দারুণ জয় পেয়েছে। তবে এই টুর্নামেন্টের পরেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় দলের (Team India) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohot Sharma) এমনটাই শোনা যাচ্ছিল। ট্রফি জিতে সাংবাদিক সম্মেলনে এসে এ ব্যাপারে মুখ খোলেন রোহিত। নিজেই জানিয়ে দেন তিনি ওডিআই ক্রিকেট (ODI Cricket) এখনই ছাড়ছেন না। এবার এ ব্যাপারে মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স (AB Devilliers)।

রোহিত শর্মা ও ডিভিলিয়ার্সরোহিত শর্মা ও ডিভিলিয়ার্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2025,
  • अपडेटेड 7:26 PM IST

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল দারুণ জয় পেয়েছে। তবে এই টুর্নামেন্টের পরেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় দলের (Team India) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohot Sharma) এমনটাই শোনা যাচ্ছিল। ট্রফি জিতে সাংবাদিক সম্মেলনে এসে এ ব্যাপারে মুখ খোলেন রোহিত। নিজেই জানিয়ে দেন তিনি ওডিআই ক্রিকেট (ODI Cricket) এখনই ছাড়ছেন না। এবার এ ব্যাপারে মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স (AB Devilliers)।

কেন রোহিত অবসর নেবেন?

একদিনের ক্রিকেটে ভারতীয় দোলের ক্যাপ্টেনের রান সংখ্যা তুলে ধরে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা বলেন, 'রোহিত কেন অবসর নেবে? ও শুধুমাত্র অধিনায়ক হিসেবে নয়, ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার হিসেবেও দুর্দান্ত ফর্মে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রান করে এবং টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।'

চাপের মুখে আরও ভাল ক্যাপ্টেন্সি রোহিতের
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'টিম ইন্ডিয়া যত চাপের মুখে পড়ে, রোহিতের অধিনায়কত্ব ততই শানিত হয়ে ওঠে। এখন রোহিতের অবসর গ্রহণ করার প্রয়োজনই নেই। এমনকী, এই ব্যাপারে কোনও আলোচনারও প্রয়োজন নেই। রোহিতের রেকর্ডই ওর দক্ষতার প্রমাণ দেয়।'

ফাইনালে দারুণ ছন্দে ছিলেন রোহিত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া গত ৯ মাসে টিম ইন্ডিয়া জোড়া আইসিসি ট্রফি জয় করেছে। ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছিল রোহিত ব্রিগেড। এরপর ২০২৫ সালে রোহিতের ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল ভারত। রোহিতের অধিনায়কত্ব ইতিমধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছে।

ফলে রোহিতের অবসর নেওয়ার কোনও প্রশ্নই নেই। আর বরাবরই রোহিতের খেলা দারুণ উপভোগ করেন ডিভিলিয়ার্স। এর আগেও ভারতীয় দলের ক্যাপ্টেনের প্রশংসা শোনা গিয়েছে দক্ষিণ আফ্রিকার তারকার গলায়। 
 

Read more!
Advertisement
Advertisement