Advertisement

Shreyas Iyer Hospital Discharge: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স, কবে ফিরছেন ভারতে?

সেরে উঠছেন ভারতীয় দলের অন্যতম স্টার ক্রিকেটার শ্রেয়স আইয়ার। তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। ১ নভেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এই খবর জানিয়েছে। আর এই খবর সামনে আসার পরই ফ্যানেদের মধ্যে খুশির হওয়া। এখন শুধু শ্রেয়সের দেশে ফেরার অপেক্ষা।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়সহাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 11:31 AM IST
  • ভারতীয় দলের অন্যতম স্টার ক্রিকেটার শ্রেয়স আইয়ার
  • তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন
  • ১ নভেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এই খবর জানিয়েছে

সেরে উঠছেন ভারতীয় দলের অন্যতম স্টার ক্রিকেটার শ্রেয়স আইয়ার। তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। ১ নভেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এই খবর জানিয়েছে। আর এই খবর সামনে আসার পরই ফ্যানেদের মধ্যে খুশির হওয়া। এখন শুধু শ্রেয়সের দেশে ফেরার অপেক্ষা।

কবে দেশে ফিরবেন শ্রেয়স?

এই বিষয়টা নিয়ে নির্দিষ্ট কিছুই বলা হয়নি। তবে এখনও তিনি সিডনিতেই থাকবেন। ফলো আপ চিকিৎসা চলবে তাঁর। এরপর চিকিৎসকেরা বললে তিনি ফ্লাইটে চেপে ভারতে ফিরে আসবেন বলে খবর।

এমন পরিস্থিতিতে বিসিসিআই-এর পক্ষ থেকে ডাঃ কৌরুশ হাগহিগি, তাঁর দল এবং ভারতীয় চিকিৎসক ডাঃ দিনশ পার্দিবালাকে সম্মান জানান হয়েছে। তাঁরাই মূলত শ্রেয়সের চিকিৎসার দায়িত্বে ছিলেন।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানান হয়েছে, ছোট্ট একটা সার্জারি হয়েছে শ্রেয়সের। যার ফলে তার স্পিন বা প্লীহার রক্তক্ষরণ কমেছে।

বিসিসিআই কী জানাল?

একটি অফিসিয়াল স্টেটমন্টে বিসিসিআই বলে, 'শ্রেয়স আইয়ার অক্টোবর ২৫, ২০২৫-এ অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় ওডিআই-তে ফিল্ডিং করার সময় তলপেটে চোট পান। এর ফলে তার প্লীহাতে জোর আঘাত লাগে। সেখানে শুরু হয়ে যায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ। তার আঘাতকে প্রথমেই চিনে নেওয়া হয়। ছোট্ট একটা সার্জারির মাধ্যমে বন্ধ করা হয় রক্তক্ষরণ। তার সঠিক চিকিৎসা হয়েছে।'

এখন কেমন আছেন শ্রেয়স?

বিসিসিআই-এর বক্তব্যে আরও বলা হয়, 'সে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। দ্রুত সেরে উঠছে। BCCI Medical Team, সিডনি ও ভারতের চিকিৎসকরা শ্রেয়সের শারীরিক উন্নতিতে খুশি। তাঁকে হাসপাতাল থেকে আজ ছেড়ে দেওয়া হয়েছে।'

কীভাবে এই ঘটনা ঘটে?

আইয়ার ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় ওডিআই-তে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান। মাঠেই পড়ে কাতরাতে থাকেন তিনি। তাঁকে দ্রুত মাঠের বাইরে এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল পাঁজরে আঘাত লেগেছিল শ্রেয়সের। কিন্তু হাসপাতালে গিয়ে জানা যায় যে প্লীহাতে লেগেছে চোট। সেখানে হচ্ছে রক্তক্ষরণও। তাই শ্রেয়সকে আইসিইউ-তে ভর্তি করা হয়। আর সেই খবর চাউর হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আশঙ্কা তৈরি হয়।

Advertisement

তবে ধীরে ধীরে সেই কালো মেঘ কাটতে থাকে। প্রতিদিনই সুস্থ হয়ে উঠেছেন শ্রেয়স। আর তাঁর হেলথ আপডেট দিয়েছেন সূর্যকুমার যাবদ থেকে বিসিসিআই। এছাড়া শ্রেয়স নিজেও স্বাস্থ্যের উন্নতির বিষয়ে পোস্ট করেন। আর অবশেষে জানা গেল, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন শুধুই ঘরে ফেরার অপেক্ষা।

Read more!
Advertisement
Advertisement