Advertisement

Shubman Gill Batting Record: গাভাস্কারের পর গিল, একই ম্যাচে দ্বিশতরান ও শতরান করে নজির ক্যাপ্টেনের

Shubman Gill Batting Record: অতীতে দেখা গিয়েছে অধিনায়কত্বের চাপ নিতে গিয়ে অনেক অধিনায়ক নিজের ব্যাটিংয়ের ছন্দ হারিয়েছেন। কিন্তু শুভমান সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। হেডিংলেতে সেঞ্চুরির পর এ বার এজবাস্টনে ডাবল সেঞ্চুরি করলেন। কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩১১ বলে ২০০ রান করলেন তিনি। তারর দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট চলছেই। লেখা পর্যন্ত তিনি অপরাজিত রয়েছেন সেঞ্চুরি করে।

গাভাস্কারের পর গিল, একই ম্যাচে দ্বিশতরান ও শতরান করে নজির ক্যাপ্টেনেরগাভাস্কারের পর গিল, একই ম্যাচে দ্বিশতরান ও শতরান করে নজির ক্যাপ্টেনের
Aajtak Bangla
  • এজবাস্টন,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 8:47 PM IST

Shubman Gill Batting Record: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে চারটি ইনিংস খেলেছেন শুভমান গিল। এর মধ্যে তিনটি ইনিংসেই বিশাল স্কোর খাড়া করেছেন তিনি। এজবাস্টনে (Edgbaston) দুই ইনিংসেই অসামান্য ব্যাটিং করলেন ভারতের অধিনায়ক।

ইংল্যাান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বার্মিংহামের (IND vs ENG 2nd Test Match) এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এল। ইতিপূর্বে এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর সেইসঙ্গে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি শুরুর আগে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করছিল। নতুন অধিনায়ক শুভমান গিল আদৌ পারবেন বিদেশের মাটিতে দলকে সাফল্য এনে দিতে? কারণ তিনি এ বার নেমেছেন একটা তরুণ দল নিয়ে। যেখানে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামির মতো সিনিয়র প্লেয়াররা। অতীতে দেখা গিয়েছে অধিনায়কত্বের চাপ নিতে গিয়ে অনেক অধিনায়ক নিজের ব্যাটিংয়ের ছন্দ হারিয়েছেন। কিন্তু শুভমান সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। হেডিংলেতে সেঞ্চুরির পর এ বার এজবাস্টনে ডাবল সেঞ্চুরি করলেন। কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩১১ বলে ২০০ রান করলেন তিনি। তারর দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট চলছেই। লেখা পর্যন্ত তিনি অপরাজিত রয়েছেন সেঞ্চুরি করে।

আরও পড়ুন

রেকর্ডের তালিকা

ডগ ওয়াল্টার্স : প্রথম ইনিংস (২৪২) এবং দ্বিতীয় ইনিংস (১০৩) - বনাম ওয়েস্ট ইন্ডিজ, সিডনি, ১৯৬৯

সুনীল গাভাসকার : প্রথম ইনিংস (১২৪) এবং দ্বিতীয় ইনিংস (২২০) - বনাম ওয়েস্ট ইন্ডজ, পোর্ট অফ স্পেন, ১৯৭১

লরেন্স রোবে : প্রথম ইনিংস (২১৪) এবং দ্বিতীয় ইনিংস (১০০*) - বনাম নিউজিল্য়ান্ড, কিংসটন, ১৯৭২

গ্রেগ চ্যাপেল : প্রথম ইনিংস (২৪৭*) এবং দ্বিতীয় ইনিংস (১৩৩) - বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ১৯৭৪

Advertisement

গ্রাহাম গুচ : প্রথম ইনিংস (৩৩৩) এবং দ্বিতীয় ইনিংস (১২৩) - বনাম ভারত, লর্ডস, ১৯৯০

ব্রায়ান লারা : প্রথম ইনিংস (২২১) এবং দ্বিতীয় ইনিংস (১৩০) - বনাম শ্রীলঙ্কা, কলম্বো, ২০০১

কুমার সঙ্গকারা : প্রথম ইনিংস (৩১৯) এবং দ্বিতীয় ইনিংস (১০৫) - বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০১৪

মারনাস লাবুশেন : প্রথম ইনিংস (২০৪) এবং দ্বিতীয় ইনিংস (১০৪) - বনাম ওয়েস্ট ইন্ডিজ, পার্থ, ২০২২
 

 

Read more!
Advertisement
Advertisement