IND vs Eng 2nd test Shubman gill 269 all records statistics: শুভমন গিল অপ্রতিরোধ্য। অধিনায়কত্বের মতো গুরু দায়িত্ব পালনের সঙ্গেই চলছে দুর্দান্ত পারফর্ম্যান্সও। ইংল্যান্ডের মাঠে নতুন ইতিহাস গড়লেন অধিনায়ক শুভমন গিল। এজবাস্টনে চলা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি খেললেন ২৬৯ রানের বিশাল ইনিংস। ৩৮৭ বলে খেলা এই ইনিংসটা ছিল তাঁর কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি—আর তাতেই গড়লেন একাধিক নজির।
ভারত প্রথম ইনিংসে তোলে ৫৮৭ রান। জুটিতে সাহায্য করেন যশস্বী জয়সওয়াল (৮৭) এবং রবীন্দ্র জাডেজা (৮৯)। কিন্তু মূল আলোচনায় শুধু একজন—শুভমন গিল। নিচে দেখে নিন, কী কী রেকর্ড নিজের করে নিলেন তিনি:
শুভমনের ২৬৯ রানের ইনিংসে ১২টি বড় রেকর্ড:
ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বড় ইনিংস
--গিলের ২৬৯ রান ছাপিয়ে গেল বিরাট কোহলির ২৫৪* (২০১৯, বনাম দক্ষিণ আফ্রিকা)
ইংল্যান্ডে প্রথম ভারতীয় ও এশিয়ান অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি
-- এতদিন কেউ পারেননি!
ইংল্যান্ডে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর
--গাভাস্করের ২২১ (১৯৭৯) এখন দ্বিতীয়
ভারতের টেস্ট ইতিহাসে সপ্তম সর্বোচ্চ ইনিংস
-- একমাত্র সহবাগ, দ্রাবিড়, লক্ষ্মণ, কোহলি, গম্ভীর এগিয়ে
ভারতের বিদেশের মাটিতে তৃতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস--
শুধু দ্রাবিড় (২৭০) ও সহবাগ (৩০৯) এগিয়ে
ইংল্যান্ডে বিদেশি ব্যাটারের মধ্যে অষ্টম সর্বোচ্চ স্কোর
→ গিলের আগে ছিলেন গ্রীম স্মিথ (২৭৭), জহির আব্বাস (২৭৪)
প্রথম দুই টেস্টে অধিনায়ক হিসেবে টানা সেঞ্চুরি
→ ভারতের সপ্তম ব্যাটার হিসেবে এই কীর্তি
টেস্ট ও ওয়ানডে দুই ফর্ম্যাটেই ডাবল সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার
→ আগে করেছেন: সচিন, রোহিত, সহবাগ, ক্রিস গেইল
টস হেরে ব্যাটিং করেও ভারতের সবচেয়ে বড় টেস্ট স্কোর
→ গিলের ইনিংসে ভর করে ৫৮৭ রান
শেষ পাঁচ উইকেট থেকে এসেছে ৩৭৬ রান!
→ ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ
জাডেজার সঙ্গে ষষ্ঠ উইকেটের নিচের তৃতীয় ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ
→ জাডেজার নাম তিনবার এমন পার্টনারশিপে
যশস্বীর ইংল্যান্ডের বিরুদ্ধে টানা সাতটি ৫০+ ইনিংস
→ একসঙ্গে দাঁড়ালেন ভিভ রিচার্ডস ও মার্ক টেলরের পাশে
ভারত ৫৮৭ রান করার পর ব্যাট করতে নামে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তারা মাত্র ৭৭ রানেই হারায় ৩টি উইকেট। স্পষ্ট বোঝা যাচ্ছে—ভারতের দাপটে এখনও পর্যন্ত ম্যাচের মোড় একতরফা। এই ইনিংস গিলের কেরিয়ারে শুধু একটা মাইলফলক নয়, বরং ভারতীয় ক্রিকেটের রেকর্ডবইয়েও চিরস্থায়ী জায়গা করে নিল। এখন দেখার, বোলিংয়েও ভারত কতটা চাপ তৈরি করতে পারে।