Advertisement

India vs New Zealand: টি২০ বিশ্বকাপ থেকে বাদ, কারণ ব্যখ্যা করলেন গিল নিজেই

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমন গিলের। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ক্যাপ্টেন তিনিই। বরোদায় প্রথম ম্যাচের আগে তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল তাঁর টি২০ দলে জায়গা না পাওয়া নিয়ে। স্ট্রেট ব্যাটেই সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি। এবং বুঝিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালালেন, মানসিক ভাবেও নির্বাচকদের সিদ্ধান্ত প্রভাব ফেলেনি।

শুভমন গিলশুভমন গিল
Aajtak Bangla
  • বরোদা,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 3:28 PM IST

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমন গিলের। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ক্যাপ্টেন তিনিই। বরোদায় প্রথম ম্যাচের আগে তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল তাঁর টি২০ দলে জায়গা না পাওয়া নিয়ে। স্ট্রেট ব্যাটেই সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি। এবং বুঝিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালালেন, মানসিক ভাবেও নির্বাচকদের সিদ্ধান্ত প্রভাব ফেলেনি।

কেন বাদ যেতে হল? গিল বললেন...
প্রশ্নের উত্তর দিতে গিয়ে গিল বলেন, 'প্রথমত, আমি বিশ্বাস করি যে আমি ঠিক সেখানেই আছি যেখানে আমার থাকার কথা। আমার ভাগ্যে যা লেখা আছে, আমি সেটাই পাব। একজন খেলোয়াড় হিসেবে আমি আমার দলের জন্য ম্যাচ জিততে চাই, তবে এ কথাও বলতে চাই যে আমি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করি। আমি টি-টোয়েন্টি দলের জন্য শুভকামনা জানাই। আমি আশা করি যে তারা বিশ্বকাপ জিতবে।' 

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলানো হয়েছিল গিলকে
গত বছর শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে তাঁকে খেলানো হয়েছিল গিলকে। নির্বাচকরা মনে করেছিলেন, গিল আক্রমনাত্মক ব্যাট করে ভারতীয় দলকে দারুণ জায়গায় নিয়ে যাবেন। তবে তা কার্যক্ষেত্রে হয়নি। এশিয়া কাপে ফ্লপ হতেই, তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর জায়গায় দলে ঢুকে পড়েন সঞ্জু স্যামসন। শেষ ১২ মাসে অর্থাৎ ১ বছরে তিনটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। আর সে কারণেই তাঁকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

নজর থাকবে স্যামসন-অভিষেকের দিকে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। দারুণ স্টার্ট দিয়ে দেন তিনি। পাওয়ার প্লের মধ্যে অর্থাৎ প্রথম ৫ ওভারে ভারতের রান পৌঁছে যায় ৬০-এ। অর্থাৎ দারুণ স্টার্ট পেয়েছিল ভারতীয় দল। ফলে এবারের নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে বিশেষ নজর থাকবে এই দুই ওপেনারের দিকে। টি২০ বিশ্বকাপের আগে আরও একবার এই সফল জুটিকে পরীক্ষা করে দেখে নিতে চাইবে ভারতের টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, এবারের টি২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement