
T20 World Cup 2026: ভারতীয় ক্রিকেটে যেন আচমকাই ঝড়। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর জন্য ঘোষিত ভারতীয় দলে শুভমন গিলের নাম না থাকায় চমকে গেছেন ক্রিকেটপ্রেমীরা। দেশের ভবিষ্যৎ অল-ফরম্যাট তারকা হিসেবে যাঁকে দেখা হচ্ছিল, সেই গিলই বিশ্বকাপের স্কোয়াডের বাইরে। কিন্তু এই সিদ্ধান্ত কি হঠাৎ? নাকি লখনউ ম্যাচের সময়ই লেখা হয়ে গিয়েছিল বাদ পড়ার স্ক্রিপ্ট?
লখনউ ম্যাচেই ঘোরাফেরা শুরু
বোর্ড সূত্রে খবর, গিলের বাদ পড়া মোটেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। লখনউয়ে চতুর্থ টি-২০ ম্যাচের আগে পায়ে চোট পান গিল। সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও পরে স্ক্যানে বড় কোনও চোট ধরা পড়েনি, শুধুই ব্রুজ। গিল নিজেই শেষ ম্যাচে খেলার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু দল পরিচালনা সমিতি তাঁকে আর ঝুঁকিতে ফেলতে চায়নি। এখানেই স্পষ্ট হয়ে যায়, সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
খারাপ ফর্মে চাপ বাড়ে
টি-২০ ফরম্যাটে গিলের সাম্প্রতিক পারফরম্যান্সও স্বস্তিদায়ক ছিল না। এশিয়া কাপের পর থেকে ১৫টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ২৯১ রান। গড় ২৪-এর কাছাকাছি, স্ট্রাইক রেটও প্রত্যাশার নিচে। অর্ধশতরানের খরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ব্যর্থতা। সব মিলিয়ে চাপ বাড়ছিল ক্রমশ।
‘কোর্স কারেকশন’ তত্ত্ব
এক প্রাক্তন নির্বাচকের দাবি, এটি আসলে নির্বাচকদের ‘কোর্স কারেকশন’। টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে টি-২০-তে গিলকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল, যা ভুল ছিল বলে এখন মনে করছে বোর্ড। সেই জায়গায় সংজু স্যামসনের ধারাবাহিকতা এবং ফর্মকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপের আগে সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি আগরকর কমিটি।
কারা পেলেন সুযোগ
গিলের জায়গায় ওপেনিংয়ে এগিয়ে সঞ্জু স্যামসন। ব্যাকআপ হিসেবে রয়েছেন ঈশান কিষান। দল গঠনে কম্বিনেশনই মূল ফ্যাক্টর বলে জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।
টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, সংজু স্যামসন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও ঈশান কিষান।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ২০ মার্চ।