ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের তৃতীয় দিন মাঠে যা ঘটেছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ইংল্যান্ডের ওপেনাররা ইচ্ছে করে সময় নষ্ট করেছেন এবং সেটা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী। বস্তুত, আজ অর্থাত্ বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্ট।
ইংরেজদের পর্দাফাঁস করলেন গিল
চতুর্থ টেস্ট শুরুর আগে ম্যাঞ্চেস্টারে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হলে গিল রীতিমতো সোজাসাপটা উত্তর দেন। তিনি বলেন, 'হ্যাঁ, সবাই এই বিষয়ে কথা বলছেন। তাই আমি একবারেই সবটা পরিষ্কার করে দিচ্ছি। সেদিন ইংল্যান্ডের ওপেনারদের হাতে ছিল সাত মিনিট। কিন্তু তারা ঠিক ৯০ সেকেন্ড দেরিতে মাঠে এলেন। ১০ বা ২০ সেকেন্ড নয়, পুরো ৯০ সেকেন্ড।'
গিল আরও বলেন, 'সত্যি কথা বলতে, অনেক দলই ম্যাচের শেষদিকে ওভার নষ্ট করার চেষ্টা করে। আমরাও হয়তো সেই পরিস্থিতিতে কিছুটা সময় নিতে চাইতাম। কিন্তু সেই কাজটা করার একটা পদ্ধতি আছে। যদি কেউ ব্যথা পায়, তাহলে ফিজিও আসতেই পারে। কিন্তু ইচ্ছাকৃতভাবে দেরি করে নামা, এটা কখনওই স্পোর্টসম্যান স্পিরিটের মধ্যে পড়ে না।'
সেই সময় বুমরাহ বল করছিলেন
লর্ডসের সেই বিতর্কিত মুহূর্তে ভারতের পেসার জসপ্রীত বুমরাহ বোলিং করছিলেন। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি নামতে দেরি করায় বুমরাহ মজার ছলে হাততালি দেন। সেই সময় ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন ইংলিশ ব্যাটার বেন ডাকেটও। তাঁর সঙ্গে ভারতীয়দের মধ্যে কিছু কথা-কাটাকাটি হয়। শুভমন গিল, যিনি এই প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে সিরিজ খেলছেন, তিনিও তখন ক্রলিকে উদ্দেশ করে বলেন, 'হিম্মত থাকলে দেখাও'।
সময় নষ্ট করার চেষ্টা করছিল ইংল্যান্ড
গিলের কথায়, 'ঘটনাটির আগেও বেশ কিছু বিষয় ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। আমি বলব না যে আমি এসব দেখে গর্বিত, কিন্তু ঘটনাগুলো একেবারে হঠাৎ করে হয়নি। আমাদের তরফে এরকম কিছু করার উদ্দেশ্য ছিল না। মাঠে যখন আপনি খেলছেন, লড়াই করছেন, তখন আবেগ জড়িত থাকে। আর যখন আপনি এমন কিছু দেখেন, যা একেবারেই ঠিক নয়, তখন সেই আবেগ স্বাভাবিক ভাবেই প্রকাশ পায়।'
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। তাঁর কড়া বার্তা, 'যদি ভারতীয় দল মুখে কোনও লড়াই শুরু করে, আমরা কখনই পিছু হটব না।' এইভাবেই চতুর্থ টেস্ট শুরুর আগে ফের চড়ে গেল ভারত-ইংল্যান্ড দ্বৈরথের পারদ। মাঠের লড়াইয়ের সঙ্গে এখন শুরু হয়েছে মানসিক চাপের যুদ্ধও।