Advertisement

Slap Gate Controversy: ললিত মোদী-ক্লার্কের সাক্ষাত্‍কার বিতর্ক তুঙ্গে, চড়ের ভিডিও নিয়ে মুখ খুললেন হরভজন

আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে কটাক্ষ হরভজন সিং-এর। সম্প্রতি মাইকেল ক্লার্ককে দেওয়া পডকাস্টে স্ল্যাপগেট কেলেঙ্কারির ভিডিও শেয়ার করেন। ২০০৮ সালে প্রথমবারের আইপিএল কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমান পঞ্জাব কিংস) ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াইয়ের পর সতীর্থ শ্রীশান্তকে মাঠেই চড় মারেন হরভজন।

ললিত মোদী, শ্রীশান্ত ও হরভজন সিংললিত মোদী, শ্রীশান্ত ও হরভজন সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2025,
  • अपडेटेड 3:45 PM IST

আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে কটাক্ষ হরভজন সিং-এর। সম্প্রতি মাইকেল ক্লার্ককে দেওয়া পডকাস্টে স্ল্যাপগেট কেলেঙ্কারির ভিডিও শেয়ার করেন। ২০০৮ সালে প্রথমবারের আইপিএল কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমান পঞ্জাব কিংস) ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াইয়ের পর সতীর্থ শ্রীশান্তকে মাঠেই চড় মারেন হরভজন।

কেন হঠাৎ আলোচনায় এই ভিডিও?
১৮ বছর পর হঠাৎ করে এই ভিডিও সেই ভিডিও সামনে আসায় ক্ষুব্ধ হরভজন। এর আগে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শ্রীশান্তের স্ত্রী ভুবনেশ্বরীও। আর এবার ললিত মোদীকে স্বার্থপর বলে আক্রমণ ভারতের প্রাক্তন স্পিনারের। এই ঘটনার পর অনেকদিন হয়ে গিয়েছে, দুই তারকাই সেই অভিশপ্ত সময় কাটিয়ে একসঙ্গে ক্রিকেট খেলেছেন। ভুলে যাওয়ার চেষ্টা করেছেন এই স্মৃতি। 

কী বললেন ভাজ্জি?
ভিডিও সামনে আসতেই হরভজন বলেন, ‘ভিডিও ফাঁস হওয়ার ঘটনাটা ভুল। এর পিছনে স্বার্থ রয়েছে। যে ঘটনা মানুষ ভুলে গিয়েছিল, আজ আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে।’ তবে নিজের সেই সময়কার ভুল আড়াল করার চেষ্টা করেননি তিনি। আরও বলেন, ‘যা ঘটেছিল তার জন্য খারাপ লাগে। তখন মাঠে খেলার উত্তেজনায় ভুল হয়েছিল। আমি লজ্জিত। আমি বারবারই স্বীকার করেছি, এটা আমার জীবনের বড় ভুল। মানুষ ভুল করে, আমিও করেছি। গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন আবার কোনও ভুল না করি।’ অন্যদিকে শ্রীশান্তও জানিয়েছেন, তিনি এই অধ্যায় পেরিয়ে এসেছেন। দু’জনের সম্পর্ক এখন সৌহার্দ্যপূর্ণ। 

কী বলেছিলেন শ্রীশান্তের স্ত্রী?
ভুবনেশ্বরী লিখেছেন, 'ললিত মোদী ও মাইকেল ক্লার্ক, আপনাদের লজ্জা লাগা উচিত। আপনারা মানুষ! শুধুমাত্র নিজেদের নোংরা প্রচারের জন্য ২০০৮ সালের একটা ঘটনা প্রকাশ্যে আনলেন। হরভজন ও শ্রীশান্ত দু’জনেই সেই ঘটনা ভুলে গিয়েছে। ওরা এখন সন্তানের পিতা। সেই সন্তানের স্কুলে পড়ে। আর আপনারা এখন পুরনো ঘা খুঁচিয়ে তোলার চেষ্টা করছেন। আপনারা হৃদয়হীন, অমানুষ।'

ভুবনেশ্বর শ্রীশান্তের পোস্ট

সেই সময় টিভি ক্যামেরায় দেখা যায়, হরভজনের হাতে চড় খেয়ে কাঁদছেন শ্রীশান্ত। কেন এতদিন পর ফের এই ভিডিও সামনে আনা হল? পডকাস্টে এই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও, মাইকেল ক্লার্ককে ললিত বলেন, 'খেলা শেষ হয়ে গিয়েছিল। ক্যামেরাও বন্ধ ছিল। আমার একটি সিকিউরিটি ক্যামেরা চালু ছিল। সেখানেই শ্রীশান্ত আর ভাজ্জির ঘটনাটির ভিডিও রেকর্ড হয়। ভাজ্জি উল্টো হাতে সপাটে চড় মারে শ্রীশান্তকে। এতদিন এই ভিডিও আমি প্রকাশ্যে আনিনি। ১৮ বছর পর এটা প্রকাশ্যে আনলাম।’ 

Advertisement
Read more!
Advertisement
Advertisement