Advertisement

Smriti Mandhana Palash Muchhal Marriage: এ সপ্তাহেই বিয়ে করছেন স্মৃতি-পলাশ, কবে? জানালেন হবু বর

অবশেষে বিয়ে হতে চলেছে স্মৃতি মন্ধনা ও পলাশ মুচ্ছলের। বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে যাওয়ার পরেও প্রথমে স্মৃতির বাবা আর তারপর পলাশ নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়, বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। আর এবার নতুন করে বিয়ের তারিখ জানিয়ে দিলেন তারকা জুটি।

স্মৃতি ও পলাশস্মৃতি ও পলাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 12:51 PM IST

অবশেষে বিয়ে হতে চলেছে স্মৃতি মন্ধনা ও পলাশ মুচ্ছলের। বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে যাওয়ার পরেও প্রথমে স্মৃতির বাবা আর তারপর পলাশ নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়, বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। আর এবার নতুন করে বিয়ের তারিখ জানিয়ে দিলেন তারকা জুটি। 

চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছল এবং ক্রিকেটার স্মৃতি মান্ধনার বিয়ে হওয়ার কথা ছিল ২৩শে নভেম্বর। কিন্তু স্মৃতির বাবার হঠাৎ অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে দিতে হয়। বিয়ে পিছিয়ে যাওয়ার আট দিন পর, টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'স্মৃতি এবং আমি এই রবিবার, ৭ই ডিসেম্বর বিয়ে করছি।'

পলাশ জানান, রবিবার বিকেলে তাদের বিয়ে হবে, যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। গায়ক আরও জানান যে, বিয়েটি মহারাষ্ট্রের সাঙ্গলিতে অনুষ্ঠিত হবে। বিয়ের আগের নানা অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উভয় পরিবার ইতিমধ্যেই স্মৃতি এবং পলাশের বিবাহ উদযাপন করতে শুরু করে দিয়েছে।

পলাশের বিরুদ্ধে অভিযোগ
২৩শে নভেম্বর, ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং পলাশের বিয়ের অনুষ্ঠান পুরোদমে চলছিল। কিন্তু বিয়ের মাত্র কয়েক ঘন্টা আগে, হঠাৎ করেই সবকিছু বদলে যায়। স্মৃতির বাবার পরে, পলাশের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরেই, স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিবাহ সম্পর্কিত সমস্ত ছবি এবং ভিডিও ডিলিট করে ফেলেন।

বিয়ে স্থগিত হওয়ার পর, পলাশের বিরুদ্ধে স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠে আসে। তবে, দম্পতি বা তাদের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, পলাশের মা হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বিয়ে শীঘ্রই হবে।

বিয়ে স্থগিত হওয়ার পর, পলাশ এবং স্মৃতি তাদের ইনস্টাগ্রাম বায়োতে একটি ইমোজিও যোগ করেছেন। বিভিন্ন জল্পনার পর, পলাশ এবং স্মৃতি অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই দম্পতি এবং তাদের ভক্তদের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে?

Advertisement
Read more!
Advertisement
Advertisement