Advertisement

Sourav Ganguly: ফের ICC-র বড় দায়িত্বে সৌরভ, জায়গা পেলেন এই কমিটিতে

আইসিসি (ICC) ক্রিকেট কমিটিতে ফের জায়গা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ছয় সদস্যের উপদেষ্টা কমিটিতে সৌরভ ছাড়াও ভারত থেকে আছেন ভিভিএস লক্ষণ (VVS Laxman)। গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে এই কমিটি। অনিল কুম্বলের (Anil Kumble) পর ২০২১ প্রথমবার এই দায়িত্বে এসেছিলেন সৌরভ। তিন বছর থাকার পর, এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফের সেই কমিটিতে এলেন সৌরভ।

সৌরভ গাঙ্গুলি (ছবি-পিটিআই)সৌরভ গাঙ্গুলি (ছবি-পিটিআই)
Aajtak Bangla
  • 13 Apr 2025,
  • अपडेटेड 9:53 PM IST

আইসিসি (ICC) ক্রিকেট কমিটিতে ফের জায়গা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ছয় সদস্যের উপদেষ্টা কমিটিতে সৌরভ ছাড়াও ভারত থেকে আছেন ভিভিএস লক্ষণ (VVS Laxman)। গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে এই কমিটি। অনিল কুম্বলের (Anil Kumble) পর ২০২১ প্রথমবার এই দায়িত্বে এসেছিলেন সৌরভ। তিন বছর থাকার পর, এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফের সেই কমিটিতে এলেন সৌরভ।

এর আগে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মহিলা দলের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছিলেন সৌরভ। ২০২৫ সালের মহিলা প্রিমিয়ার লিগের (WPL) ফাইনালে পৌঁছেছিল দল। এই কমিটিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও ফিরে আসবেন, তাঁকেও সৌরভের সঙ্গেই পুনর্নিযুক্ত করা হয়েছে। তালিকায় কিছুটা আশ্চর্যজনকভাবে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্তমান ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। তিনি প্যানেলে হামিদ হাসান, ডেসমন্ড হেইনস এবং জোনাথন ট্রটের সঙ্গে যোগ দিয়েছেন।

আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি: সকল সদস্য
আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি: সৌরভ গঙ্গোপাধ্যায়, হামিদ হাসান, ডেসমন্ড হেইনস, টেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ, জোনাথন ট্রট

পুরুষদের ক্রিকেট কমিটি খেলার দিকনির্দেশনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আইসিসি বোর্ডকে ক্রিকেট-সম্পর্কিত বিষয় যেমন খেলার অবস্থা, নিয়ম পরিবর্তন এবং খেলার দীর্ঘমেয়াদী উন্নয়নের বিষয়ে পরামর্শ দেয়। প্যানেলটি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) সহ আধুনিক প্রযুক্তির বাস্তবায়ন তত্ত্বাবধান করে এবং অবৈধ বোলিং অ্যাকশনের মতো অভিযোগ গুলি খতিয়ে দেখে।

সৌরভের নেতৃত্বে, কমিটি একটি প্রগতিশীল মানসিকতার সঙ্গে ক্রিকেটে প্রয়োজনীয় পরিবর্তন করবে। লক্ষ্মণ এবং বাভুমার মতো সক্রিয় খেলোয়াড়দের উপস্থিতি সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। শুধু ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে নয়, বিশ্ব ক্রিকেটেও সৌরভের নানা পরিকল্পনা ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই খেলার যে কোনও বিষয়ে তাঁর জ্ঞান অন্য যে কোনও ক্রিকেটারের থেকে আলাদা। 

Read more!
Advertisement
Advertisement