বছরের শুরতেই সানাই বাজল গঙ্গোপাধ্যায় পরিবারে। শ্বশুরের ভূমিকায় মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ের এনগেজমেন্ট হল। স্নেহা ও নিখিলের এনগেজমেন্ট উপলক্ষে বছরের প্রথম দিন গঙ্গোপাধ্যায় পরিবারে সানাইয়ের সুর। কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন স্নেহাশিস। আর এবার তাঁর মেয়ে।
কালো পোশাকে নজর করলেন সৌরভ ডোনা সানা। তবে শুধু জমকালো পোশাক নয়, নতুন দায়িত্বে সৌরভ। স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের প্রথম পক্ষের কন্যা স্নেহা। কিছুদিন আগেই তাঁর বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। মা, মোম গঙ্গোপাধ্যায় নভেম্বর মাসেই মেয়ের এনগেজমেন্ট এর খবর সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন।
এর আগে স্নেহার মা মোম ইনস্টা পোস্টে জানিয়েছিলেন, মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন। আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবি শেয়ার করেন মোম। বেশ একটা রোম্যান্টিক মেজাজে স্নেহা ও তাঁর প্রেমিককে দেখা গিয়েছিল।
জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গোপাধ্যায় পরিবারের আত্মীয়-স্বজন। এদিন সৌরভ কালো পাঞ্জাবি ও কালো শালে ধরা দেন। কালো পাঞ্জাবিতে সাদা রঙের নকশা করা কাজ। আর শালে গোল্ডেন নকশার কাজ। সৌরভের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানা এবং ডোনাও কালো রঙের পোশাক পরেছিলেন। তিনজনেই এদিন দেদার ছবি তোলেন। খোশমেজাজে দেখা যায় দাদাকে।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও মম গঙ্গোপাধ্যায়ের কন্যা স্নেহা দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকেন। সেখানেই জেনেটিক্স নিয়ে রিসার্চ করছেন। আর মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়েই নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের মেয়ে ও হবু জামাইয়ের বেশ কিছু রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সুখবর দিলেন মম। তিনি জানান, অবশেষে সেই দিন এসে উপস্থিত... আমার বাচ্চা মেয়ে নিজের জীবনের নতুন যাত্রা শুরু করছে...। স্নেহার মা জানান, সান দিয়াগোতে মাস্টার্স ডিগ্রি করার সময় প্রথম বছরেই দুজনের আলাপ। সেখান থেকেই শুরু হয় প্রেম।
পড়াশোনা হোক বা জীবনের প্রত্যেক মুশকিল পরিস্থিতিতে পরস্পরের হাতটা শক্ত করে বন্ধুর মতো ধরে থেকেছেন স্নেহা ও তাঁর বয়ফ্রেন্ড নিখিল। ট্রেক করতে গিয়ে একদিন পাহাড়ের চূড়ায় হাঁটু গেড়ে বসে স্নেহাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন নিখিল। উল্টোদিকে তখন সূর্য অস্ত যাচ্ছে। রূপকথার মতো সেই বিয়ের প্রস্তাব দেওয়ার ছবিও মম শেয়ার করেছেন ইনস্টায়। 'হ্যাঁ' বলতে দেরি করেননি স্নেহা। ভার্জিনিয়ার শেনানডোয়া ন্যাশনাল পার্কে স্নেহাকে বিয়ের প্রস্তাব দেন নিখিল ক্ষীরসাগার। ৩ বছর আগে যেদিন তাঁদের প্রথম আলাপ, সেই দিনটাকেই তিনি বেছে নিয়েছিলে বিশেষ মুহূর্ত হিসাবে। মহারাষ্ট্রের ছেলে নিখিল, এখন তিনিও থাকেন ওয়াশিংট ডিসি-র বাল্টিমোরে।