Advertisement

Sana Ganguly: বেহালায় সানার গাড়িতে বাসের ধাক্কা, কেমন আছেন সৌরভ কন্যা?

বেহালা চৌরাস্তায় দুর্ঘটনার কবলে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। শুক্রবার সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। গ্রেফতার করা হয়েছে সেই বাসের চালককে। তবে বিরাট কোনও ক্ষতি হয়নি সানার। কারণ, যেদিকে বাসটি ধাক্কা মেরেছে, সেদিকে ছিলেন না সৌরভ-কন্যা। গাড়ির অন্যদিকে বসেছিলেন। তবে ঘটনায় রীতিমত আতঙ্কিত সানা।

sana gangulysana ganguly
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2025,
  • अपडेटेड 11:40 PM IST

বেহালা চৌরাস্তায় দুর্ঘটনার কবলে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কন্যা সানা (Sana Ganguly)। শুক্রবার সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। গ্রেফতার করা হয়েছে সেই বাসের চালককে। তবে বিরাট কোনও ক্ষতি হয়নি সানার। কারণ, যেদিকে বাসটি ধাক্কা মেরেছে, সেদিকে ছিলেন না সৌরভ-কন্যা। গাড়ির অন্যদিকে বসেছিলেন। তবে ঘটনায় রীতিমত আতঙ্কিত সানা।

ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায় পুলিশ। বাড়িতে পৌঁছে দেয় সানাকে। আটক করা হয়েছে বাসের চালককে। স্থানীয়দের দাবি, ডায়মন্ড হারবার রোডের উপরে দুটি বাস রেষারেষি করছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সানার গাড়িতে। পরিস্থিতি এমন হয়েছিল যে সানার গাড়ি উলটে যেতে পারত। তবে চালকের তৎপরতায় বড়সড় ফাঁড়া কেটে গিয়েছে। বিষয়টি নিয়ে অবশ্য আপাতত সৌরভের পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।  

জ্যেঠু স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কন্যা স্নেহার বাগদান উপলক্ষ্যে কলকাতায় ফিরেছেন সানা গঙ্গোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কলকাতার রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা হল সৌরভ-কন্যার। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, সানা বসেছিলেন গাড়িচালকের পাশের আসনে। সেই সময়ই একটি বাস রেষারেষি করতে গিয়ে ধাক্কা মারে সানার গাড়িতে। গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি উল্টেও যেতে পারত। সেক্ষেত্রে বড়সড় চোট লাগার আশঙ্কা ছিল সৌরভ কন্যার। তবে চালকের তৎপরতায় গাড়িটি কোনও মতে দাঁড়িয়ে যায়। সানার অল্পবিস্তর চোট লেগেছে।

আসলে শহর কলকাতায় পরপর ঘটছে এমন দুর্ঘটনা। বাসের রেষারেষির জেরে প্রানও দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আর তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের প্রশাসনও। গত নভেম্বরে সল্টলেকের দু'নম্বর গেটের কাছে বাসের রেষারেষিতে এক তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। সেইসময় স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, মঙ্গলবার ২১৫এ রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। কোনটি আগে যাবে, সেটার জন্য বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন দুই চালকই। সেইসময় স্কুটিতে ধাক্কা মারে একটি বাস। স্কুটিতে মায়ের সঙ্গে দুই খুদে ছিল। তিনজনেই ছিটকে পড়ে যায় রাস্তায়। হাসপাতালে মৃত্যু হয় কেষ্টপুরের একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রের।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement