Advertisement

Sourav Ganguly Vaibhav Suryavanshi: সৌরভের সঙ্গে দেখা বৈভবের, দ্রাবিড়ের পর দাদার ক্লাসে কী শিখলেন RR তারকা?

আইপিএল-এ আলোড়ন ফেলে দিয়েছেন ১৪ বছরের বৈভব। রবিবার ইডেনে খেলতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে গেল তার। ম্যাচ শেষে বেশ কিছুটা সময় কথা বললেন কিংবদন্তি অধিনায়ক। কেকেআরের বিরুদ্ধে এদিন মাত্র চার রানে আউট হয়ে গেলেও বৈভব সূর্যবংশীকে ঘিরে ইডেনে উন্মাদনা ছিল তুঙ্গে।

ইডেনে সৌরভের সঙ্গে বৈভবইডেনে সৌরভের সঙ্গে বৈভব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2025,
  • अपडेटेड 8:21 AM IST

আইপিএল-এ আলোড়ন ফেলে দিয়েছেন ১৪ বছরের বৈভব। রবিবার ইডেনে খেলতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে গেল তার। ম্যাচ শেষে বেশ কিছুটা সময় কথা বললেন কিংবদন্তি অধিনায়ক। কেকেআরের বিরুদ্ধে এদিন মাত্র চার রানে আউট হয়ে গেলেও বৈভব সূর্যবংশীকে ঘিরে ইডেনে উন্মাদনা ছিল তুঙ্গে।

সৌরভের সঙ্গে দেখা
রবিবার রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে কেকেআর। ম্যাচ শেষ সৌরভকে মাঠে দেখতে পেয়ে তাঁর কাছে চলে যান বৈভব। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের থেকে পরামর্শ নেন বাঁ হাতি এই তারকা ক্রিকেটার। অনেকটা সময় তাঁদের মধ্যে কথা হয়। সৌরভ এদিন ইডেনে দাঁড়িয়ে বৈভবকে বলেন, 'তোমার খেলা আমি দেখেছি। ‌যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলছ, সেরকমই খেলে যাও। নিজের খেলা পরিবর্তন করার দরকার নেই।' বলে রাখা ভাল, এবার আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড ভেঙে ফেলেছেন বৈভব। এরই মধ্যে তিনি প্রচারের আলোয়। প্রথম দিন থেকেই আইপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করছে সে।

ভারী ব্যাটে খেলে বৈভব
তরুণ ক্রিকেটারের ব্যাট হাতে নিয়ে দেখেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ তখন মন্তব্য করেন, বেশ ভারী ব্যাট নিয়ে খেলে বৈভব। সৌরভ জানান, বৈভবের সঙ্গে কথা হয়েছে।‌ ওর হাতে ভাল পাওয়ার রয়েছে। কেকেআর ম্যাচে রান পায়নি। কিন্তু বেশ ভাল ক্রিকেটার। পরবর্তী সময়ে বৈভবকে ভারতীয় দলে দেখলেও মহারাজ অবাক হবেন না বলে জানান।

প্রশংসা প্রধানমন্ত্রীর
বৈভবকে রাজস্থান রয়্যালসে খেলানোর পিছনে রাহুল দ্রাবিড়ের ভূমিকা রয়েছে। এবার সেই বৈভব সার্টিফিকেট পেলেন সৌরভের থেকে। আবার এদিনই খেলো ইন্ডিয়ার উদ্বোধনে এসে বৈভবের প্রশংসা করতে শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এহেন প্রতিভাকে নিয়ে বলতে গিয়ে মোদী বলেন, 'আমরা সকলেই আইপিএলে বিহারের ছেলে বৈভব সূর্যবংশীর অসাধারণ পারফর্ম্যান্স দেখেছি। বৈভব এই অল্প বয়সে এত বড় রেকর্ড তৈরি করেছে। তার খেলার পিছনে অবশ্যই তার শ্রম রয়েছে, তবে বিভিন্ন স্তরে ম্যাচ খেলাও তাকে সাহায্য করেছে।' এরপরেই খেলো ইন্ডিয়াতে আরও বেশি করে তরুণ প্রতিভাদের অংশগ্রহনের জন্য উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বৈভবের উদাহরণ তুলে ধরে বলেন, 'যে যত বেশি খেলবে, তার উন্নতি তত হবে।' 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement