ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এক সপ্তাহ বন্ধ থাকার পর, ফের শুরু হয়েছে আইপিএল। তবে আইপিএল-এর ফাইনাল কি হবে কলকাতায়? প্লে অফ এবং ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। মূল সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতার প্লে-অফের ম্যাচ দু'টি আদৌ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
সূত্রের দাবি অনুযায়ী, আমেদাবাদে প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটি চলে যেতে পারে। তার সম্ভাবনা প্রবল। কলকাতা থেকে ম্যাচ দু'টি সরানোর কারণ হিসেবে বলা হচ্ছে, জুনের শুরুতে কলকাতার আবহাওয়া নিয়ে সংশয়। বৃষ্টিপাতের সম্ভাবনার দাবি করা হচ্ছে বোর্ডের তরফে। যে কারণে ম্যাচ দু'টি নাকি সরানো হচ্ছে।
তবে ফাইনাল ম্যাচ ইডেনে হওয়ার ব্যাপারে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘এত সহজে ফাইনাল সরিয়ে দেওয়া যায়! ফাইনাল এখানে করারই চেষ্টা চলছে। বিক্ষোভ, মিছিল এ সব করে কিছু হবে না। বোর্ডের সঙ্গে কথা চলছে। বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক খুব ভালো। সব ঠিক হবে। আমি পুরোপুরি আশাবাদী, ফাইনাল এখানে হবে।’
এই সময়ে সর্বত্রই কম-বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরিসংখ্যান অনুসারে, জুনের প্রথম দিকে কলকাতা বৃষ্টিপাতের প্রভাব খুব কমই পড়ে এবং গত কয়েক বছরের হিসেব দেখলে দেখা যাবে, জুনের প্রথম ১০ দিন আবহাওয়া নিয়ে কোনও সমস্যা সেভাবে দেখা যায়নি কলকাতায়। এমনটা দাবি কলকাতার সাধারণ মানুষেরও। এছাড়াও তিন সপ্তাহ আগে থেকে আবহাওয়া কেমন থাকবে, সেই সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব এবং কোনও আবহাওয়া বিভাগও এত তাড়াতাড়ি কোনও দৃঢ় উত্তর দিতে পারে না। এদিকে সিএবি কোনও ভাবেই এই ম্যাচ দু'টি হাতছাড়া করতে চাইবে না। তারা চাইবে, এই ম্যাচ দু'টি সফল ভাবে সংগঠিত করতে।
আইপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ থেকে ২৭ মে ছ’টি ভেনুতে লিগ পর্বের ম্যাচগুলি চলবে। প্লে-অফ এবং ফাইনালের সূচি দিলেও ভেনু নিশ্চিত করা হয়নি।