ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে টিম ইন্ডিয়া (Team India) পাকিস্তান ক্রিকেটারদের (Pakistan Cricket Team)) সঙ্গে হাত না মেলানোয় বিতর্ক হচ্ছে গোটা বিশ্বে। কেউ কেউ মনে করছেন, পাহেলগাঁও হামলার পরে এমনটা করে ঠিক করেছেন সূর্যকুমার যাদবরা। আর এ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পোশাক বিপননের উদ্বোধনে এসে নিজের মত জানালেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।
কী বললেন সৌরভ?
হাত না মেলানো বিতর্কে সৌরভ বলেন, 'কেন এমনটা হয়েছে তা সূর্যকুমারই ভাল বলতে পারবে। আমি ওখানে ছিলাম না। তবে এটা বলতে পারি, দুই তরফেই যুক্তি আছে।' পাশাপাশি তিনি এও বলেন, 'সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত খেলা খেলার মত চলা উচিত। শুধু দুদেশের মধ্যে নয়। সন্ত্রাসবাদ পুরো বিশ্বজুড়ে বন্ধ হওয়া উচিত। ভারতের পাশাপাশি পাকিস্তানেও নানা ঘটনা ঘটছে।'
পনেরো ওভারের পর ম্যাচ দেখেননি সৌরভ
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ একেবারেই কোনও গুরুত্ব নেই বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, 'পাকিস্তান ম্যাচ তিনি প্রথম পনেরো ওভারের পর থেকে দেখিনি। চ্যানেল বদল করে ফুটবল ম্যাচ দেখছিলাম। পাকিস্তান আর কোনও প্রতিদ্বন্দী নয়। আগের বিখ্যাত ক্রিকেট চরিত্র আর ওই দলে নেই। ভারতীয় দল এশিয়া পর্যায়ের নিরিখে অনেক এগিয়ে। বিশ্ব ক্রিকেটেও এগিয়ে রয়েছে।'
আইসিসি-র কাছে অভিযোগ জানাল পাকিস্তান
রবিবার অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তান দলকে। এই ম্যাচের পর পাহেলগাঁও হামলার প্রতিবাদে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। প্রথমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) কাছে বিষয়টি উত্থাপন করার পর, এখন তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) হস্তক্ষেপও চেয়েছে।
ম্যাচ রেফারিকে সরানোর দাবি
উল্লেখযোগ্যভাবে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বর্তমানে ACC-এর প্রধান, অন্যদিকে ICC-এর নেতৃত্বে আছেন ভারতের জয় শাহ। তবে এশিয়া কাপ নিজেই ACC-পরিচালিত একটি ইভেন্ট এবং ICC-এর আওতাধীন নয়। 'পিসিবি আইসিসির কাছে ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছে। জানিয়েছে আইসিসির আচরণবিধি এবং এমসিসি আইন লঙ্ঘন করেছেন ম্যাচ রেফারি। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে।' নাকভি এক্স-এ পোস্ট করেছেন।