
শুক্রবার থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার ইডেন টেস্ট। এই সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি মহম্মদ শামি। এবার এ ব্যাপারে মুখ খুলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই বলে পরিস্কার জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। রঞ্জি ট্রফিতে দারুণ বল করেছেন শামি। সেটাও জানিয়ে দিলেন তিনি।
শামি পুরোপুরি ফিট
সৌরভ বলেন, রঞ্জি ট্রফিতে গত তিনটে ম্যাচে শামি দারুন বল করছেন। তাঁকে জাতীয় দলে দেখার পক্ষে সওয়াল সৌরভের। বলছেন,“ও যথেষ্ট ফিট। ওর জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত।’
গিল দারুণ নেতা, মনে করেন সৌরভ
চলতি সপ্তাহে ভারতীয় দল ইডেনে প্রথম টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দুই টেস্টের সিরিজে প্রথম টেস্ট খেলতে ইতিমধ্যে দক্ষিন আফ্রিকা শহরে পা দিয়েছে। ভারতীয় দলের সদস্যরা ধাপে ধাপে কলকাতায় ঢুকছে। প্রথমবার অধিনায়ক শুভমান গিল ইডেনে টস করতে নামবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের নতুন অধিনায়কের ভূয়সী প্রশংসা ফের করলেন। তাঁর মতে ইংল্যান্ডে টেস্ট নেতৃত্ব দেওয়া সহজ নয়। সেই কাজটা শুভমান কৃতিত্বের সঙ্গে করেছেন। দক্ষিণ আফ্রিকা দল বিশ্বচ্যাম্পিয়ন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই সহজ হবে না
এক নম্বর দল ভারত সফরে যে আধিপত্য দেখাতে চাইবে তা স্বাভাবিক। সৌরভ বলছেন, 'ভারতে ভারতই ফেভারিট। ভারত সফরে এসে সিরিজ জিতে ফেরা প্রতিপক্ষ দেশের পক্ষে সহজ হবে না। কারন ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই।' ঋষভ পন্ত ভারতীয় দলে ফিরলেও ধ্রুব জুরেলকে দলে রাখার পক্ষে সৌরভ।
ইডেনের পিচ কেমন হবে?
ইডেনের পিচ নিয়ে ফের নানা প্রশ্ন। সৌরভ বলছেন পিচ যথেষ্ট ভালো। ভারতীয় দলের তরফে কোনও অনুরোধ আসেনি স্পিন সহায়ক বাইশ গজ তৈরির জন্য। তবে তৃতীয় দিন থেকে বল ঘুরবে বলে জানা যাচ্ছে। আসলে ইডেনের পিচের চরিত্র গত কয়েক বছরে অনেকটা বলদে গিয়েছে। যদিও চোট চোট টার্ন হবে পিচে। এমনটাই জানা যাচ্ছে।