Advertisement

Sourav Ganguly On Gautam Gambhir: গম্ভীর কেমন কোচ? অস্ট্রেলিয়ায় হারের পর সৌরভ যা বললেন...

এক দশক পর বর্ডার গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফিতে হার। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হোয়াইটওয়াশ। পাশাপাপাশি প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালেও যেতে পারল না রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (Team India)। পরপর ব্যর্থতার জেরে বিরাট চাপে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Gautam Gambhir, Sourav GangulyGautam Gambhir, Sourav Ganguly
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2025,
  • अपडेटेड 9:33 PM IST

এক দশক পর বর্ডার গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফিতে হার। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হোয়াইটওয়াশ। পাশাপাপাশি প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালেও যেতে পারল না রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (Team India)। পরপর ব্যর্থতার জেরে বিরাট চাপে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

কী বললেন সৌরভ?
যে কোনও ফরম্যাটেই ভারতীয় দলের উপর বিরাট প্রত্যাশার চাপ থাকে। ফলে সব ম্যাচেই ভাল পারফর্ম করতে হয় সকলকে। সেখানে নিউজিল্যান্ড সিরিজ তো বটেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও ভাল পারফর্ম করতে পারেননি দলের তারকারা। রোহিত শর্মা তো বটেই, বিরাট কোহলি বা শুভমন গিলরাও ব্যাট হাতে রান পাননি। অন্যদিকে, জসপ্রীত বুমরা দারুণ বল করলেও, আকাশদীপ, মহম্মদ সিরাজ ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। হারের কারণ যাই হোক, গৌতম গম্ভীরের দলকে পারফর্ম করতে হবে। এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।

চাপ বাড়ছে গম্ভীরের উপর
কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর, গৌতম গম্ভীরকে কেমন লাগছে? এ প্রশ্ন এর আগেও করা হয়েছে সৌরভকে। সেই সময় তিনি প্রাক্তন ওপেনারকে সময় দেওয়ার কথা বলেছিলেন। তবে এবার অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সৌরভ বলেন, 'পারফর্ম করতে হবে।' অর্থাৎ চাপ বাড়ছে গম্ভীরের উপর। 

'ভাল ব্যাট করতে হবে'
রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে যায় ভারত। সেই হারের সঙ্গেই রোহিতদের খোয়াতে হল সিরিজও। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। ভারতের হারের জন্য ব্যাটারদের দায়ী করেন সৌরভ। তিনি বলেন, 'ভারত ভাল ব্যাটিং করতে পারেনি। টেস্টে আরও ভাল ব্যাটিং করতে হবে। না হলে জেতা মুশকিল। ১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না। ৩৫০-৪০০ রান করতে হবে।' কোনও এক জন ব্যাটারকে যদিও দোষ দিচ্ছেন না সৌরভ। তিনি বলেন, 'সকলকে রান করতে হবে। কোনও এক জনের উপর দোষ দিলে হবে না। প্রত্যেকের ব্যাটে রান চাই।'
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement